কটুক্তির অভিযোগে চার যুবককে গণপ্রহার

0
71

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Four youths have been accused of stabbing them in public
চিকিৎসাধীন আক্রান্ত হাবিবুল্লা মোল্লা।নিজস্ব চিত্র

মহিলাদের কটুক্তি করাই গন প্রহার চার জন যুবকে।ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগণার নোদাখালি থানার রায়পুরের গদখালির ঘটনা।

অভিযোগ বুধবার রাতে রবীন্দ্র বটতলায় মেটিয়াব্রুজ থেকে ৪-৫ জন যুবক মেলা দেখতে আসে। নোদাখালি থানার রায়পুরের রাসের মেলায়।সেখানে মহিলাদের কটুক্তি করে।সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে যুবকদের পিছু ধাওয়া করে।

Four youths have been accused of stabbing them in public
সুজাতা পাত্র,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আদিবাসী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার চার

চার যুবককে ধরে রায়পুর গদাখালির কাছে এসে বেধড়ক মারধোর করে।এক জন ছিটকে পালিয়ে গেলেও বাকি চারজনকে ক্ষিপ্ত জনতা গনধোলাই দেয়।ঘটনার খবর পৌঁছায় নোদাখালি থানায়।

নোদাখালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত যুবকদের আহত অবস্থায় উদ্ধার করে নোদাখালি লক্ষ্মীবালা গ্রামীন হসপাতালে ভর্তি করে।

এক জনের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়েছে।সমগ্র বিষয়টি তদন্ত করে দেখছেন নোদাখালি থানার পুলিশ।এছাড়াও গণধোলাইয়ের বিপক্ষে নোদাখালি থানার পক্ষ থেকে মাইক প্রচার চালাচ্ছে এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here