নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ পুলিশ লাইনে এক পুলিশ কর্মী করোনা আক্রান্ত হওয়ার পরই চারজন মহিলা কনষ্টেবল সহ ১৪ জন পুলিশ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠালো জেলা পুলিশ প্রশাসন। রায়গঞ্জ পুলিশ লাইনের এক কনষ্টেবলের করোনা পজিটিভ পাওয়ার পরে তদন্তে নেমে জানা যায়, ওই ১৪ জন কর্মী ওই কনষ্টেবলের সংস্পর্শে এসেছিলেন।
এরপরেই তাঁদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন জেলার পুলিশ সুপার সুমিত কুমার। জেলা পুলিশের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন তারা নির্দেশ মানছেন কি না, তা জানতে তাদের সঙ্গে ফোনে বা বাড়িতে গিয়ে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ অবৈধ ভাবে বসবাসকারী মায়ানমার, বাংলাদেশের ১০ জনকে আটক করল পুলিশ
উল্লেখ্য, রায়গঞ্জ পুলিশ লাইনের এক কনষ্টেবল কিছুদিন আগে কলকাতা থেকে বাড়িতে ফিরে আসেন। তাঁর লালারস পরীক্ষার জন্য নেওয়া হলে রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ওই কনষ্টেবলকে কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত কনষ্টেবল বর্তমানে সুস্থ রয়েছেন। যে ১৪ জন আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন, তাদের মধ্যে একজন করে এস আই, এএসআই, সিভিক ভলেন্টিয়ার, ১১ জন কনষ্টেবল রয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584