নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমায় ৪৯ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। মঙ্গলবার রাতে স্বাস্থ্য দপ্তরে এই রিপোর্ট এসেছে বলে জানা গিয়েছে। এর মধ্যে ইসলামপুর এলাকার ২৬ জন, ডালখোলা এলাকার ৭ জন, চাকুলিয়া এবং চোপড়া ব্লকের বিভিন্ন এলাকার ৬জন রয়েছেন।
ইসলামপুর ব্লক এলাকার ৪ জন সংক্রামিত হয়েছেন বলে জানা গিয়েছে। ইসলামপুর শহরের ১ নম্বর ওয়ার্ডে মোট ৭ জন সংক্রামিত হয়েছেন। যার মধ্যে একই পরিবারের ৬ জন রয়েছেন। ১৫ নম্বর ওয়ার্ডে ৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া ৬, ৭, ৪ এবং ১৩ নম্বর ওয়ার্ডে ১জন করে সংক্রামিত হয়েছেন।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে সাতদিনের জন্য বাড়ানো হল লকডাউনের মেয়াদ
মহকুমা শাসকের দপ্তরের ৬ জন কর্মীর শরীরে সংক্রমণ ধরা পড়েছে, তাঁদের মধ্যে একাধিক উচ্চ পদস্থ আধিকারিকও রয়েছেন। ইসলামপুর থানার ৩ জন পুলিশকর্মীও করোনা আক্রান্ত হয়েছেন। ইসলামপুর মহকুমা হাসপাতালের এক কর্মী এইচডিইউতে চিকিৎসাধীন থাকাকালীন সংক্রামিত হয়েছেন।
আরও পড়ুনঃ রায়গঞ্জে ২ করোনাজয়ী বাড়ি ফিরলেন,নতুন করে আক্রান্ত আরও ৮
ফলে এইচডি ইউনিট বন্ধ হওয়ার মুখে। এদিকে রায়গঞ্জ শহরে এলাকার বিভিন্ন জায়গাতে মঙ্গলবার ২২ জন সংক্রমিত হয়েছেন। অন্যদিকে, রায়গঞ্জ কোভিড হাসপাতালে জায়গা না থাকায় করোনা আক্রান্তদের কর্ণজোড়া ক্রেতা সুরক্ষা আদালতের একটি ফাঁকা ঘরে রাখা হয়েছে।
ইসলামপুর ও রায়গঞ্জ শহর জুড়ে কড়া লকডাউন শুরু হয়েছে। যদিও এক শ্রেণীর বাসিন্দারা এই লকডাউন না মেনেই অবাধে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে জন সচেতনতা বাড়িয়ে ,করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন মেনে চলার অবেদন জানানোর জন্য শহরে মাইকিং করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584