নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
এই মরসুমে আইএসএল খেলার সম্ভাবনা ইস্টবেঙ্গলের সোজা পথে আর নেই। তাই বিভিন্ন বাঁকা পথের আশ্রয় নেওয়া হচ্ছে কখনও নবান্ন -এ গিয়ে বৈঠক বা কখনও অন্যভাবে। এবার ইস্টবেঙ্গল ক্লাবকে আইএসএলে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়ে ফেডারেশন সচিবকে চিঠি দিল ভারতীয় ফুটবলারদের সংস্থা এফপিএআই।
তাঁদের চিঠির বিষয়বস্তু ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গল ক্লাবের অবদান ও আবেগের কথা মাথায় রেখে ফেডারেশন যাতে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা মঞ্জুর করে সমস্ত রকম সহযোগিতা করে। যদিও আইএসএলে অন্তর্ভুক্ত ফেডারেশন করতে পারে না কারণ এটা এফএসডিএলের টুর্নামেন্টে।
আরও পড়ুনঃ সচিব পদ ছাড়ার ইচ্ছে কল্যানের
ফেডারেশন সচিব কুশল দাসও ইস্টবেঙ্গল কর্তাদের বস্তা পচা পুরোনো দিনের মানসিকতার সমালোচনা করেছেন। যদিও ফুটবলারদের এই সংস্থা প্রথমে বাইচুং ভুটিয়া তৈরী করলেও তিনি এখন এই সংস্থার সঙ্গে কোনো ভাবে জড়িত নন। তবে এই চিঠিতে যে ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএল খেলার ব্যাপারে চিড়ে ভিজবে না সেটা বলাই যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584