মেদিনীপুর মহিলা ক্রেডিট সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে আন্দোলনে আমানতকারীরা

0
60

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

fraud accusation against women credit society limited
ধর্ণায় বসেছেন আন্দোলনকারীরা। নিজস্ব চিত্র

৩৫ কোটি টাকা জালিয়াতির অভিযোগ উঠল মেদিনীপুর মহিলা ক্রেডিট সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে।তার জেরে আজ রাস্তায় আন্দোলনে নামে প্রায় ৭০০০ আমানতকারী।মহিলা ক্রেডিট সোসাইটি লিমিটেড মেদিনীপুর শহরের পাশাপাশি খড়গপুর, চন্দ্রকোনা টাউন,ঘাটাল সহ বহু জায়গায় তার শাখা খোলে।মেদিনীপুরে এই সোসাইটি খোলার পর ফিক্সড ডিপোজিটের উপর বিশেষ সুদের বিজ্ঞাপন দেওয়া হয়।এই বিজ্ঞাপন দেখে বহু মানুষ লাখ লাখ টাকা ফিক্সড ডিপোজিট রাখে।প্রথম প্রথম আমানতকারীদের সুদ দেওয়া হলেও পরবর্তীকালে তা ব্যাহত থাকায় গন্ডগোলের সূত্রপাত হয়।সেই সময় আর্থিক তছরুপের অভিযোগে ওই সোসাইটির ম্যানেজার সহ অনেকেরই জেল-জরিমানা হয়। পরে এই সোসাইটি নতুন করে কমিটি গঠন করলে আমানতকারীরা সুদ পেতে থাকে কিন্তু জুন থেকে ফের সুদ দেওয়া বন্ধ করে দেয় এই সোসাইটি।বহুবার আবেদন-নিবেদন করেও সমস্যার সমাধান হয়নি।তাই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন আন্দোলনকারীরা।
এবিষয়ে আমানতকারী সুতপা ভট্টাচার্য বলেন, এক শ্রেণির মানুষের জালিয়াতির জন্য তাঁদের টাকা কিছুতেই দিচ্ছে না এই ক্রেডিট সোসাইটি। বিভিন্ন দপ্তরে ও জেলাশাসককে জানিয়ে কোনও লাভ হয়নি।ফলে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তাঁরা আন্দোলনে নেমেছেন।ইলা ভট্টাচার্য বলেন, তাঁর ক্যানসার ট্রিটমেন্টের জন্য প্রচুর টাকা দরকার কিন্তু ক্রেডিট সোসাইটি তাঁর টাকা আর দিচ্ছে না।অপরদিকে বিভাস জানা নামে এক আমানতকারীর বক্তব্য, স্ত্রীর চিকিৎসার জন্য টাকার খুব দরকার কিন্তু টাকা দিচ্ছে না।সব মিলিয়ে এক উত্তেজনা ছড়ায় এলাকায়।

আরও পড়ুনঃ মালদহ স্টেশনে উদ্ধার বস্তাবন্দি সাড়ে পাঁচশ কচ্ছপ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here