সুদীপ পাল,বর্ধমানঃ
ছিল রুমাল হয়ে গেল বিড়াল,সেইরকম ছিল বিশ্বকর্মা হয়ে গেল কার্তিক।বর্ধমান শহরের কার্জনগেট চত্বর এলাকায় প্রতারকের খপ্পরে পড়লেন আমজনতা।কি হয়েছিল ঘটনা? কার্তিক পুজোর দিন সকাল থেকেই কার্তিক প্রতিমা নিয়ে কার্জনগেট চত্বরে বসেছিলেন বিক্রেতারা।সেখানেই ছোট আকারের প্রতিমা বিক্রি করছিলেন বর্ধমান শহরের ছোট নীলপুর এলাকা নিবাসী মহিলা অমিতা পাল। অনেকেই অমিতাদেবীর কাছে মূর্তি কিনে ঘরে ফেরেন। কিন্তু পুজোর প্রস্তুতি করতে গিয়েই তাঁদের চক্ষু চড়কগাছ। কার্তিকের ময়ূর নেই আছে হাতি। হাতির মুখটি নানান উপকরণ দিয়ে সুন্দরভাবে লুকানো।
বিষয়টি দেখেই বিক্ষোভে ফেটে পড়েন ভক্তরা।কার্জনগেট চত্ত্বরে থাকা বিক্রেতার কাছে ছুটে আসেন ক্রেতারা। চাপের মুখে পড়ে অমিতা পাল প্রতিমা জালিয়াতির কথা স্বীকার করে নেন। তবে সম্পূর্ণ দোষ তিনি নিজের ঘারে না নিয়ে কিছুটা চাপিয়েছেন ক্রেতাদের ওপরও। তাঁর দাবি অনেকেই কম পয়সায় মূর্তি চান,তিনি আগে -ভাগে বলে নিয়েই এই মূর্তি বিক্রি করেছিলেন। বর্ধমানের মানুষদের বক্তব্য, এখন তো এটিএম থেকে শুরু করে খাদ্যদ্রব্য সমস্ত কিছুতেই জাল হয় কিন্তু জাল মূর্তি এই প্রথম দেখা গেল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584