নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বিডিও অফিসে চাকরি দেওয়ার নামে বড়সড় প্রতারণার ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত বৈদনাথপুর ও কয়থা গ্ৰামে। ঘটনা সূত্রে জানা গিয়েছে, দিন দুয়েক আগে ওই গ্ৰামের মধ্যে একটি চারচাকা গাড়িতে করে কয়েকজন ব্যক্তি গ্ৰামে টহলদারি চালায় এবং গ্ৰামের বেকার যুবক যুবতীদের স্থানীয় বিডিও অফিসে করোনা মোকাবিলার জন্য চাকরি দেওয়ার নামে, বিডিওর রিসিভ করা একটি ফর্ম পূরণ করিয়ে,কারোর কাছে ২৫ হাজার অথবা কারোর কাছে ২০ হাজার করে টাকা নেয়।
প্রায় ৫ জন ছাত্রছাত্রীর কাছ থেকে এভাবেই লক্ষাধিক টাকা তুলে নেয় প্রতারকদের ওই দলটি। এবং তারপর ওই যুবক-যুবতীদের একটি করে ফেক আইডি কার্ড ও একটি টি-শার্ট সাথে কয়েকটি ভুয়ো কাগজ হাতে ধরিয়ে পরেরদিন সকালে বিডিও অফিসে ইন্টারভিউয়ের কথা জানিয়ে আসেন।
আরও পড়ুনঃ ফের করোনা কেড়ে নিল পুলিশ আধিকারিকের প্রাণ
এবং তাদের কথা মতো পরের দিন ওই ছাত্র-ছাত্রীরা স্থানীয় বিডিওর কাছে আসলে, পুরো বিষয় জানতে পারেন,বড়ঞা ব্লকের বিডিও সাগর ঘোষ। তারপরই ওই যুবক ও যুবতীরা বুঝতে পারে যে তারা বড়সড় প্রতারণার শিকার হয়েছেন।
আরও পড়ুনঃ স্বজনপোষণের অভিযোগে পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের
অভিযুক্ত ওই প্রতারক দলটির ফোন নম্বর গ্রামের যুবকদের কাছে থাকাই, তাদেরকে ফোন করে প্রশাসনিক ধমক দেওয়া হয়। অতঃপর তারা তাদের আত্মসাতের সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পাঠায় বলে জানিয়েছে ওই যুবক ও যুবতীরা। তবে এই ধরণের ঘটনার তীব্র নিন্দা করেছেন বড়ঞা ব্লকের বিডিও সাগর ঘোষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584