লকডাউনের সুযোগে ফোনে মহিলার অ‍্যাকাউন্ট থেকে মোটা টাকা হাতালো প্রতারক

0
112

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

লকডাউনের সুযোগ নিয়ে মোবাইলের মাধ্যমে মহিলার অ‍্যাকাউন্ট থেকে বারো হাজার আটশো টাকা হাতিয়ে নিল প্রতারক।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিঙ্ক ক্যাব চালু করেছিলেন আজ থেকে প্রায় দু’বছর আগে পূর্ব মেদিনীপুর জেলায়।

cyber crime | newsfront.co
সাইবার ক্রাইম থানা। নিজস্ব চিত্র

শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার মহিলারাই এই ব্যাংক লোন করে পিঙ্ক ক্যাব চালিয়ে অর্থ উপার্জন করতে পারবেন। সেই মতো কোলাঘাট থানার যোগীবেড় গ্রামের বাসিন্দা শিপ্রা পাত্র লোন নিয়ে একটি পিঙ্ক ক্যাব গাড়ি কিনে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছিলেন।

complain letter | newsfront.co
নিজস্ব চিত্র

এমন সময় লকডাউন চলছে সারা দেশ জুড়ে। ফলে বাড়িতেই বসে থাকতে হচ্ছে শিপ্রা পাত্রকে। হঠাৎ গত সোমবার সকালে শিপ্রা দেবীর কাছে একটি ফোন আসে। ফোনটিতে ব্যাংকের ম্যানেজারের পরিচয় দিয়ে ওই মহিলাকে বলা হয়, এই সময় লকডাউন চলছে।

আরও পড়ুনঃ গুলিবিদ্ধ তৃণমুল কাউন্সিলরকে আশংকাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করল চিকিৎসকরা

victim | newsfront.co
অভিযোগকারীনি। নিজস্ব চিত্র

তাই এটিএম নাম্বার পরিবর্তন করতে হবে, তাহলেই আপনি বাড়িতে বসে টাকা পেয়ে যাবেন। কোন কিছু বুঝে ওঠার আগেই এটিএম কার্ডের নাম্বার বলে দেন শিপ্রা দেবী। আর ব্যাস এখানেই কেল্লাফতে। নাম্বার হাতে পাওয়ার পরেই তৎক্ষণাত তাঁর মোবাইলে একটি ওটিপি আসে। ফোনে থাকা প্রতারকের নির্দেশ মত সেটিও বলে দেন তিনি।

আরও পড়ুনঃ আমাজনের পর এবার অগ্নিকাণ্ড শুশুনিয়ায় ,লেলিহান শিখায় গ্রাস পাহাড়ের একাংশ

ব্যাস তারপর আর কি? সঙ্গে সঙ্গে অ‍্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা এবং পরবর্তী সময়ে দেড় হাজার, পাঁচশো, পাঁচশো এবং তিনশো করে মোট বারো হাজার আটশো টাকা অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেয় ওই প্রতারক বলে জানান তিনি।

এরপর শিপ্রাদেবী বুঝতে পেরে তড়িঘড়ি কোলাঘাট থানায় গেলে, সেখান থেকে তমলুকের সাইবার ক্রাইম থানায় পাঠানো হয় ওই তাঁকে। সেখানে তিনি লিখিত অভিযোগ জমা দিলে পূর্ব মেদিনীপুর জেলার সাইবার ক্রাইম অফিসার তদন্ত শুরু করে।

তবে তদন্তকারী অফিসার আশ্বাস দিয়েছেন কিছুদিনের মধ্যেই টাকা ফিরিয়ে দিতে সক্ষম হবেন। এদিকে জানা যায়, ওই মহিলা ব্যাংক থেকে লোন করে গাড়ি কেনায় প্রতিমাসে ব্যাংকের লোন দিতে হয়। বেশ কিছু টাকা প্রতারক হাতিয়ে নেওয়ায়, সমস্যায় পড়েছেন ওই প্রতারিত মহিলা।

যদিও সাইবার ক্রাইম থানা আশ্বাস দেওয়ায় বাড়ি ফিরে যায় তিনি। কবে প্রতারিত টাকা মহিলার অ্যাকাউন্টে ফিরে আসে এখন সেটাই দেখার বিষয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here