নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বিনা পয়সার সবজি বাজার করে বাড়ি ফিরলেন দুঃস্থ ও অসহায় মানুষরা। এর মধ্যে রয়েছেন বিশেষভাবে অক্ষমরাও। রবিবার ডালখোলা হাইস্কুল মাঠে জমজমাট ছিল এই বিনা পয়সার বাজার। সামাজিক দূরত্ব মেনে উত্তর দিনাজপুর যুব তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতাদের উদ্যোগেই বসে বিনা পয়সার বাজার।
আয়োজকদের পক্ষে তৃনমুলের জেলা যুব সভাপতি সভাপতি গৌতম পাল জানান, ‘কর্মীরা সবাই মিলে চাঁদা তুলে একটি তহবিল তৈরি করেছেন। তা থেকেই দুঃস্থদের মধ্যে তা বন্টনের আয়োজন করা হয়েছে।’ পরবর্তীকালে প্রয়োজন হলে তারা আরও ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন।
আরও পড়ুনঃ চালু হলো সমুদ্রগড়ের তাঁতের হাট
তিনি জানান, ‘এই চরম সংকটের মুহূর্তে বাড়িতে বসে না থেকে সরকারি নির্দেশিকা এবং সামাজিক দূরত্ব মান্য করে তারা সাধারণ দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন এভাবেই। দুঃস্থ মানুষের যাতে একটু ব্যাগ ভর্তি সবজি নিয়ে বাড়ি ফিরতে পারেন সেই বিষয়টাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে।’ বাজার করতে আসা এক বিশেষভাবে সক্ষম ব্যক্তি জানিয়েছেন,’তাঁর অভিজ্ঞতায় এই প্রথম বিনা পয়সার বাজার দেখলেন। খুব ভালো লেগেছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584