ঝাড়গ্রাম পুলিশের উদ্যেগে বিনামূল্যে চাকরি পরীক্ষার প্রশিক্ষণ

0
258

কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ

Free employment test training in Jhargram police administration
নিজস্ব চিত্র

বেসরকারি কোচিং ভর্তি হতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। যারা মেধাবী কিন্তু সাধারন মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়ে তারা সেই টাকা দিতে পারে না। অথচ তারা পড়তে চায় এবং নিজের পায়ে দাঁড়াতে চায়। তাদের জন্যই এগিয়ে আসল ঝাড়গ্রাম জেলা পুলিশ। তাদের নয়া উদ্যোগ ‘লক্ষ্যভেদ’। ডাব্লিউবিসিএস, এসএসসি, পিএসসি, রেল সহ অন্যান্য পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যাবস্থা করল ঝাড়গ্রাম জেলা পুলিশ।

Free employment test training in Jhargram police administration
নিজস্ব চিত্র

ঝাড়গ্রাম পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় আবেদন পত্রও চাওয়া হচ্ছে। ‘লক্ষ্যভেদে’ প্রশিক্ষণ নেওয়ার জন্য ছাত্রছাত্রীদেরকে একটি স্ক্রিনিং টেস্টে পাশ করতে হবে ঝাড়গ্রাম জেলা পুলিশের ওয়েবসাইটে (www.jhargrampolice.in) গিয়ে। একটি আবেদন করলেই এই পরীক্ষায় বসতে পারবেন ছাত্রছাত্রীরা।
ইতিমধ্যে একটি পরীক্ষা গত ১৫.০১.২০১৯ বিকেল ৪টের সময় বিনপুর ও বেলিয়াবাড়া পুলিশ স্টেশনে অনুষ্ঠিত হয়। বিভিন্ন সরকারি পরীক্ষার আবেদনের ফিজও পুলিশ কর্তৃপক্ষ দেবে বলে জানা গেছে, সঙ্গে যাতায়াতের খরচাও।

সূত্রের খবর এরকম আরও বেশ কিছু উদ্যোগ নিতে চান ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা।

আরও পড়ুন: পণের চাপে আত্মঘাতী গৃহবধু

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here