রামনগরে তৈরি হল বিনা ব্যয়ে চক্ষু চিকিৎসা শিবির

0
62

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ নং পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায়, বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতনের(চৈতন্যপুর) পরিচালনায়, বিনা ব্যয়ে চোখের ছানি পরীক্ষা শিবির নির্মিত হল ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির (রামনগর শাখা) তত্ত্বাবধানে।

free eye care camp at Ramnagar
নিজস্ব চিত্র

এই শিবিরের উদ্বোধন করলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। উপস্থিত ছিলেন রামনগর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র-সহ সভাপতি নিতাই চরণ সার, জেলা পরিষদের সদস্য অশোক বিশাল, দীপক সার, দ্বিজেন গিরি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিধায়ক অখিল গিরি বলেন, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটিকে ধন্যবাদ জানাই এইরকম একটি মহৎ কাজ করার জন্য। বিনা ব্যয়ে চক্ষু চিকিৎসার মতন মহৎ কাজ হয়না। সবাই যাতে চশমা পায় তার ব্যবস্থা আমি করে দেব। ওঁর এই বক্তব্যে সভাপতি সম্পা মহাপাত্রও সায় দেন। সভাপতি বলেন, আমাদের পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এই রকম শিবির করতে পেরে আমরা আনন্দিত ও আপ্লুত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here