নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
উত্তরবঙ্গ জুড়ে ৭০ হাজার রোগীর চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে সাত হাজার রোগীর অপারেশন করার লক্ষ্য নিয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এর ব্যবস্থাপনায় একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও একটি আই কেয়ার সেন্টার এর যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয় বাণিজ্য ভবনে।
রবিবার সকাল সাড়ে দশটা থেকে এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সৌম্য মুখার্জি, সম্পাদক অনিরুদ্ধ রায় চৌধুরী, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স এর সম্পাদক জয়ন্ত কুন্ডু, যুগ্ম সম্পাদক উজ্জ্বল ভদ্র, উত্তম সাহা, উজ্জ্বল সরকার, কোষাধক্ষ্য বিমল চন্দ্র দাস সহ অন্যান্য অতিথি ও ব্যবসায়ীরা।
এদিন সকাল থেকে বিশিষ্ট চিকিৎসকদের দিয়ে চক্ষু পরীক্ষা করা হয়। শিবির চলে বিকাল পর্যন্ত। শতাধিক মানুষ এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষা করেন।
স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সৌম্য মুখার্জি বলেন, তাদের সংস্থার উদ্যোগে তারা লক্ষ্য নিয়েছেন ৭০ হাজার মানুষের চক্ষু পরীক্ষা করা এবং তার মধ্যে বিনামূল্যে ৭ হাজার মানুষের ছানি অপারেশন করাবেন। শুধু তাই নয় অপারেশন করতে গিয়ে যা যা প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে উদ্যোক্তারা। ওষুধ এবং চশমা বিনামূল্যে প্রদান করা হবে ওই রোগীদের।
তিনি বলেন, মালদা জেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ‘নেত্রজ্যোতি’ এই প্রকল্পের মাধ্যমে তারা বিনামূল্যে ৭ হাজার মানুষের একটি নার্সিংহোম এর মাধ্যমে বিনামূল্যে ছানি অপারেশন করাবেন।
আরও পড়ুনঃ ফালাকাটা ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবির
মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানিয়েছেন, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স এর ব্যবস্থাপনা ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে বিনামূল্যে জেলার সাধারণ মানুষের বিশিষ্ট চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। এরপর যাদের অপারেশন করা প্রয়োজন আগামী দিনে একটি তারিখ ধার্য করে একটি বেসরকারি নার্সিং হোম এর মাধ্যমে তাদের ছানি অপারেশন করা হবে। অপারেশন করতে গিয়ে যা কিছু প্রয়োজন সবকিছুই বিনামূল্যে করা হবে।
বিনামূল্যে চক্ষু পরীক্ষা করতে পেরে খুশি জেলার শতাধিক মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584