নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তে ৩৫ নম্বর ব্যাটেলিয়ান এর উদ্যোগে ভলিবল প্রতিযোগিতা ও ফ্রি-মেডিকেল ক্যাম্পের আয়োজন হল ভগবানগোলা ব্লকের মানিকচক ফুটবল ময়দানে।
সীমান্তবর্তী এলাকায় বিএসএফ জওয়ানের দায়িত্ব যে শুধুই বিভিন্ন অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নয়, তা আবার প্রমাণ করে দিল ৩৫ নম্বর ব্যাটেলিয়ান এর জওয়ানরা।
গত ২৪ তারিখ থেকে ভগবানগোলা ১, ভগবানগোলা ২ এবং লালগোলা ব্লকের ৯ টি দল নিয়ে শুরু হয় ভলিবল প্রতিযোগিতা। আজ এ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় মানিকচক ফুটবল ময়দানে। আজকের ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে লালগোলা নতুন গ্রাম–হরিহর পাড়া তরুণ সংঘ। ২-০ ব্যবধানে জয়লাভ করে লালগোলা নতুনগ্রাম।
শুধু ভলিবল প্রতিযোগিতাই নয়, স্থানীয় বাসিন্দাদের জন্য ফ্রি-মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাও করা হয় ৩৫ নম্বর ব্যাটেলিয়ান এর পক্ষ থেকে।
আরও পড়ুনঃ প্রাণীদের স্বাস্থ্য পরীক্ষা-সচেতনতা শিবির কোলাঘাটে
আজকের এই ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা এবং ওষুধ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগ থানার ওসি সৌম্য দে, বিএসএফ ডিআইজি শ্রী কুণাল মজুমদার এবং ৩৫ নম্বর ব্যাটেলিয়ান কমান্ডিং অফিসার শ্রী এসকে ডোগরা।
আষাড়িয়াদহ ক্যাম্প কমান্ডিং অফিসার বিশাল ও চরলবনগোলা ক্যাম্প কমান্ডিং অফিসার অভিজিৎ বলেন, “আমাদের কাজ শুধু সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক কাজ দমন করাই নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোও আমাদের কর্তব্য। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ বাড়ানোর জন্যই এই অনুষ্ঠানের ব্যবস্থা”।
আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন দিক থেকে অনেক মানুষজন এসেছিলেন। স্থানীয় অনেক বাসিন্দা আজকের এই ফ্রি-মেডিকেল ক্যাম্পে এসে তাঁদের অসুবিধার কথা বলে প্রয়োজনীয় ওষুধপত্র এবং পরামর্শ নেন ডাক্তারদের কাছ থেকে।
আরও পড়ুনঃ বিনামূল্যে একদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবির
একই সাথে প্রত্যেক ক্যাম্পের অন্তর্গত স্কুলের ছাত্রছাত্রীদের জন্য খাতা চেয়ার-টেবিল তুলে দেওয়া হয়। এরসাথে ছাত্রছাত্রীদের জন্য বেঞ্চের ব্যবস্থাও করে দেওয়া হবে বলে জানায় বিএসএফ ৩৫ নং ব্যাটেলিয়ান কমান্ডার শ্রী এসকে ডোগরা।
আজকের ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের মত, এইরকম ক্যাম্প যদি মাঝে মধ্যে হতে থাকে তাহলে স্থানীয় সাধারণ অসহায় মানুষদের খুবই উপকার হয় এবং তাঁরা বিনামূল্যে তাঁদের চিকিৎসা করানোর সুযোগ পেতে পারেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584