নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সবং ব্লকে লোধা শবর ও আদিবাসীদের বিনামূল্যে স্বাস্থ্য শিবির সবং ব্লকের ১ নম্বর দেওঘঙ গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ লোধা শবর ও আদিবাসী সম্প্রদায়ের ১০০০ জন মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।পি বি এস বি মেমোরিয়াল ট্রাস্টের ব্যবস্থাপনায় এবং বিলেত ফেরত ডাক্তার কৌশিক ভুঁইঞার উদ্যোগে নিজ জন্মভুমিতে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন, পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা,সাংসদ মানস ভুঁইঞা,বিধায়ক গীতা ভুঁইঞা, ডাক্তার বিশ্বজিৎ দে ও ডাক্তার জয়ন্ত শাসমল। এছাড়াও উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভূঁইয়া,পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।লোধা শবর ও আদিবাসী সম্প্রদায়ের প্রতিটি মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা এবং ঔষধ বিতরণ করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584