নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
আজ ২৭ শে নভেম্বর,২০১৮ দক্ষিণ দিনাজপুর মোরান ও বি,এস,এফের ১৮৩ নং ব্যাটালিয়ন এর যৌথ উদ্যোগে বালুরঘাট ব্লকের,অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের শালগ্রাম বি,ও,পি তে বাংলাদেশ সীমান্তরেখার পাশের গ্রামগুলিতে পিছিয়ে পড়া মানুষগুলির জন্য একদিনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল।
উক্ত শিবিরে ২০০ জনের উপর মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। চিকিৎসা করেন খাসপুর গ্রামীন হাসপাতালের চিকিৎসক ডাঃ সাগর বেসরা মহাশয়।শালগ্রাম বি,ও, পি এর পোস্ট কমান্ডার এ,কে,মন্ডল মোরানের এই প্রয়াসকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আরো ক্যাম্প করার উদ্যোগ নিতে বলেছেন।
মোরানের পক্ষে আনন্দ কর্মকার, দিলীপ সাহা, রানা অধিকারী, দেবরাজ মহন্ত, চিত্তরঞ্জন পাল, তাপস সরকার, অরুণ বর্মনদের সক্রিয় সহযোগিতা ও আর্থিক সাহায্যে আজকের এই শিবির সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584