হোয়াটসঅ্যাপেই মিলবে ওষুধ, ঘোষণা জেলা সভাধিপতির

0
65

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করলেন। তিনি জানালেন লকডাউন চলাকালীন যেভাবে মেডিকেল কলেজের রোগীর আত্মীয়দের দুবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে সেইরকমই অপর একটি চিন্তাভাবনা নেওয়া হল আজ।

free medicine | newsfront.co
নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ জেলার ২৬টি ব্লকে পৌঁছে দেওয়া হবে ওষুধ। বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নিয়ে জেলা পরিষদের পক্ষ থেকে গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় প্রয়োজনীয় ওষুধ পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলে জানালেন।

ক্যান্সারের ওষুধ ও খুব দামী ওষুধ ব্যতীত সব ধরনের ওষুধ পাবে সাধারণ মানুষ বিনামূল্যে। জেলা পরিষদের সভাধিপতি দুটি নম্বর চালু করলেন। 97323860669614864618 এই নম্বরে প্রেসক্রিপশনের কপি হোয়াটসঅ্যাপ করলে হোম ডেলিভারির মাধ্যমে বাড়িতে পৌঁছে যাবে ওষুধ।

আরও পড়ুনঃ নৌকায় চেপে লকডাউনে দুঃস্থদের খাবার পৌঁছলেন প্রাথমিক শিক্ষক

তিনি আরো বলেন লকডাউনের কারণে মানুষ কাজ হারিয়েছে, তাদের হাতে অর্থ কমে গেছে সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান মাস তাই এখন মানুষ বাড়ির বাইরে বের হতে পারবেন না।

কিন্তু শহরের মধ্যে হলে ২৪ ঘন্টা আর দূরে হলে ৪৮ ঘণ্টার মধ্যে ওষুধ পৌঁছে দেওয়া হবে। এই উদ্যোগে উপকৃত হবেন বহু মানুষ বলে মনে করছেন জেলা পরিষদ সভাধিপতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here