মোহনা বিশ্বাস, হুগলীঃ
করোনার বিরুদ্ধে লড়তে দেশ জুড়ে চলছে লকডাউন। তবে এই লকডাউনে ছাড় পেয়েছে সবজি বাজার, মুদিখানা ও ওষুধের দোকানগুলি। তবে মিষ্টির দোকানগুলিও সীমিত সময়ের জন্য খোলা রাখা হচ্ছে। এবার ব্যান্ডেলের কোদালিয়ায় দুঃস্থ মানুষের জন্য বসল বিনামূল্যের বাজার।
শুক্রবার কোদালিয়া বারোয়ারি পূজা কমিটি ও কোদালিয়া সংঘের উদ্যোগে গরিব দুঃস্থ মানুষদের জন্য বসানো হল এই বাজার। যেখানে বাজার করতে গেলে কোনও টাকা পয়সা লাগবে না ক্রেতাদের। তবে এই অস্থায়ী বাজারে নেই কোনও দোকানদার।
এদিন সংঘের সদস্যরাই এই অস্থায়ী বাজারে বসলেন রীতিমতো পসরা সাজিয়ে। যদিও এখানে চাল, ডাল, তেল, নুন, হলুদ গুড়ো থেকে শুরু করে চাল কুমড়ো, টম্যাটো, আলু, আদা সহ যাবতীয় কাঁচা সবজি সবই ছিল এই বাজারে।
আরও পড়ুনঃ মৃত কৃষকদের পরিবারকে “কৃষক বন্ধু প্রকল্পের” উদ্যোগে চেক বিতরণ গড়বেতায়
তবে অন্যান্য বাজারের মতো কোদালিয়া মাঠে এই বাজার বসল নিয়ম মেনেই। যদিও এই মাঠে দূরত্ব বজায় রেখেই দোকান বসানো হয়েছে এবং সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে দুঃস্থদের এক একজন করে বাজারে প্রবেশ করতে দেওয়া হয়। এর পাশাপাশি যারা বাজার দিচ্ছেন অর্থাৎ দোকানদাররাও সকলে মাস্ক ও গ্লাভস পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই দুঃস্থ মানুষগুলোর হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন।
যদিও এ বিষয়ে সংঘের সদস্য পরিমল সরকার বলেন, ‘লকডাউন চলছে তাই গরিব দুঃস্থ মানুষের কথা মাথায় রেখেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। সংঘের ছেলেরা আগে বাড়ি বাড়ি গিয়ে কুপন দিয়ে এসেছিল। সেই কুপন দেখিয়েই এদিন বিনা পয়সায় বাজার করলেন এলাকার গরিব মানুষেরা’।
তবে তাদের শুধু বাজার সামগ্রী নয়। এদিন তাদের হাতে মাস্কও তুলে দিল কোদালিয়া সংঘের সদস্যরা। এছাড়াও করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে কি কি করনীয় সে বিষয়ে মানুষকে সচেতন করা হয় সংঘের তরফে। তবে এই দুঃসময়ে এভাবে মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি কোদালিয়া বারোয়ারি পূজা কমিটির সদস্যরাও। মানুষের সাহায্যার্থে তাদের এহেন ভাবনা সত্যিই নজির বিহীন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584