জয়জীবন গোস্বামী, বাঁকুড়াঃ
রবীন্দ্র চর্চায় অভিনব উদ্যোগ নিল বাঁকুড়া প্রশাসন।রবীন্দ্র স্মৃতিধন্য বাঁকুড়া শহরের হিল হাউসে এবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে শিশু কিশোরদের রবীন্দ্র সঙ্গীত থেকে শুরু করে রাবিন্দ্রীক চর্চার প্রশিক্ষণ দেওয়া হবে। আপাতত সপ্তাহে দু’দিন এই প্রশিক্ষণ দেওয়া হবে জানান জেলা শাসক ডাঃ উমাশঙ্কর এস।
উল্লেখ্য,১৯৪০ সালে একবারই বাঁকুড়ায় এসেছিলেন কবিগুরু।সেই বছর ১ থেকে ৩ মার্চ তিনি বাঁকুড়া শহরের হিল হাউসে ( বর্তমানে জেলাশাসকের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়) ছিলেন।
রবীন্দ্র স্মৃতি ধন্য এই বাড়িকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসন একগুচ্ছ পদক্ষেপ নিয়েছেন।রবিবার হিল হাউসের ভীতরে ‘রবীর আলোয়’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে সেই প্রকল্পের সূচনা হলো।
এই প্রশিক্ষণ জেলা তথ্য সংস্কৃতি দফতরের দ্বারা পরিচালিত হবে। দীর্ঘদিন জেলাশাসকের বাংলো বা হিল হাউসে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল।বর্তমান জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এসের উদ্যোগে সেই বিধিনিষেধ কিছুটা হলেও শিথিল করা হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584