নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আজ জেলার কালচিনি ব্লকের মেন্দাবাড়ী অঞ্চল অধীনস্ত কোদালবস্তি রেঞ্জের অন্তর্গত কোদালবস্তি বনবস্তি এলাকায় এবছরের চল্লিশ জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের আজ বনদফতর ও যৌথ বন পরিচালন কমিটির উদ্যোগে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া শুরু হল।কোদালবস্তি বনবস্তি ছাত্র ছাত্রীরা টিউশনের জন্য বাইরে যেতে পারেনা,কেননা এলাকায় কেউ টিউশন পড়ানো মত নেই তাই তাদের প্রায় ৩০ কিমি দূরে সোনাপুর অথবা ২৫ কিমি দূরে হাসিমারা যেতে হত আর টিউশন করে ঘরে ফিরতে রাত হত আর ঘন জঙ্গলের মধ্যে রাতে আসা খুবই দুষ্কর তাছাড়া আর্থিক সঙ্গতি না থাকার জন্যও অনেকেই টিউশননিতে সক্ষম হত না।
এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে ভালো নম্বর নিয়ে পরীক্ষায় সফল হয় তার জন্য উদ্যোগ গ্ৰহণ করলো বন দফতর আজ থেকে কোদালবস্তিতে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে প্রশিক্ষণ শুরু হল উপস্থিত ছিলেন জলদাপাড়া বন্যপ্রাণ আধিকারিক বিমল দেবনাথ ও কোদালবস্তি রেঞ্জার ধীরজ কামি এবং মেন্দাবাড়ী প্রধান মোনা রাভা ও ওনার সহকর্মী পঞ্চায়েত সদস্য ও সদস্যারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584