বিনামূল্যে চিকিৎসা মেদিনীপুরে

0
52

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

free treatment at midnapore
নিজস্ব চিত্র

“জীবে প্রেম করে যেইজন সেই জন সেবিছে ঈশ্বর”। বিবেকানন্দের এই বাণীকে পাথেয় করে দরীদ্র জনসাধারণকে বিনামূল্যে সুচিকিৎসার ব্যবস্থা করেছে মেদিনীপুর শহরের একটি স্থায়ী পলিক্লিনিক।এটির ব্যবস্থা করা হয়েছে হোসনাবাদ এলাকায়।

free treatment at midnapore
নিজস্ব চিত্র

এই পলিক্লিনিকে প্রতিদিন বিভিন্ন বিভাগের চিকিৎসকগন উপস্থিত থাকবেন। সপ্তাহে একদিন সম্পুর্ন বিনামূল্যে ও অন্যান্য দিন খুবই নগণ্য খরচে চিকিৎসা পররিসেব দেওয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: দাদু স্মৃতিতে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন

free treatment at midnapore
নিজস্ব চিত্র

আজ এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ এরশাদ আলী, ডাঃ সুমন সাহা, সমাজসেবী লিয়াকত আলী, জেলা কৃষি কর্মাধ্যক্ষ রমা প্রসাদ গিরি, পলিক্লিনিক এর ডিরেক্টর সৈয়দ আহমেদ হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ উদ্বোধনীতেই প্রায় শতাধিক ব্যক্তি চিকিৎসা পরিসেবা গ্ৰহন করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here