চাঁচল কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0
109

উমার ফারুক,নিউজ ফ্রন্ট,চাঁচল:

চাঁচল কলেজের পড়ুয়াদের লাগাতার আন্দোলনের জেরে অবশেষে প্রশাসন কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি দেয়।এদিন কলেজ ক্যাম্পাসে সাড়ম্বরে পালিত হয় নবীন বরণ ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান।নবাগত পড়ুয়াদের বরণ করার সঙ্গে সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদিন।সমগ্র অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.নুরুল ইসলাম জানান-আজকের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সফলকরা প্রশাসনের কাছে একটা চ্যালেঞ্জ ছিল।প্রশাসনের সক্রিয় সহযোগিতার ফলে এই অনুষ্ঠান সফল হয়েছে।এসডিপিও এবং চাঁচল থানার আইসি সাহেব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.নুরুল ইসলাম।তিনি দক্ষতার সঙ্গে সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনা করেন।অনুষ্ঠানে পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।পড়ুয়ারা জানায় অনুষ্ঠান সফল হওয়ায় তারা খুবই খুশি ও আনন্দিত।দীর্ঘ আন্দোলনের মাধ্যমে অনুষ্ঠানের অনুমতি মেলায় প্রশাসন কে তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here