মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
গোটা পৃথিবীর ঘাড়ে চেপেছে করোনা। ঘুরতে ঘুরতে আমাদের রাজ্যেও এসে গিয়েছে ওই মারণ ভাইরাস। এবার এখান থেকে যাওয়ার তো কোনও প্রশ্নই নেই উপরন্তু আরও জাঁকিয়ে বসছে কোভিড-১৯। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। সংক্রমণের হাত থেকে বাঁচতে বাড়িতেই বন্দি থাকছে সকলে। রোজকার সেই একঘেয়েমি জীবন। এহেন পরিস্থিতিতে প্রকাশ্যে এল বাংলা ব্যান্ড ‘সুরজিৎ ও বন্ধুরা’-র নতুন মিউজিক ভিডিও।
১৮ এপ্রিল ‘সুরজিৎ ও বন্ধুরা’-র ইউটিউব চ্যানেলে মুক্তি পেল ব্যান্ডের নতুন মিউজিক ভিডিও ‘ফ্রেন্ডশিপ’। এই গানটিতে বন্ধুদের সাথে আরও বেঁধে বেঁধে থাকার কথাই বলা হয়েছে। বন্ধুত্ব আর প্রেম নিয়েই তৈরি হয়েছে এই মিউজিক ভিডিওটি। গানটি লিখেছেন ও সুর দিয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ ঘরে বসে পয়লা বৈশাখ বরণ সুপার সিঙ্গারের
‘সুরজিৎ ও বন্ধুরা’র উদ্যোগে সোশ্যাল মিডিয়া থেকে বাছাই করা দশজন গায়ক, গায়িকাও এই মিউজিক ভিডিওটিতে অংশ নিয়েছেন। বেহালা বাজিয়েছেন অমিতাভ ঘোষ ও মা ফাউন্ডেশনের ছাত্রছাত্রীরা। কমলিনী চট্টোপাধ্যায়-এর প্রযোজনায় এই মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন মৈনাক সেনগুপ্ত, স্বরলিপি, ঋদ্ধি ও সুলগ্না। ভিডিওটির দায়িত্বে ছিলেন দেবার্চিতা দাস, পার্থ পাল, সর্বজিৎ সেন।
ভিডিওটির সিনেমাটোগ্রাফি করেছেন সায়ন সিনহা রায়। প্রেম, বন্ধুত্বের কিছু দৃশ্যই দেখা গিয়েছে এই ভিডিওটিতে। মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে কলকাতাতেই। লকডাউনের আগেই এই শুটিং সেরে ফেলেছিল ‘সুরজিৎ ও বন্ধুরা’।
গানের চেয়ে ভালো বন্ধুত্ব আর কোনও কিছুতে হয়না বলে মনে করেন সুরকার সুরজিৎ চট্টোপাধ্যায়। আর এই গানের মাধ্যমেই সুরজিৎ ও বন্ধুরার সাথে বন্ধুত্ব হয়েছে বেশ কিছু মানুষের। যাদের কাছে গানই সর্বপ্রথম স্থান পায়। সেইরকমই দশজনকে মিউজিক ভিডিও ‘ফ্রেন্ডশিপ’-এ অংশগ্রহণ করতে দেখা গেছে। ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে সুরজিৎ ও বন্ধুরার এই মিউজিক ভিডিওটি। ‘ফ্রেন্ডশিপ’-এর মন মাতানো কম্পোজিশনে আবারও দর্শকের মন জয় করে নিল ‘সুরজিৎ ও বন্ধুরা’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584