মনিরুল হক,কোচবিহারঃ
লোকসভায় নির্বাচনে বাংলায় তৃণমূল খানিকটা মাটি হারানোর পর দল ছাড়ার একটা হিড়িক পরে।কেউ যায় বিজেপিতে আবার কেউ সিপিআইএমে।এমনি পালা বদলের হাওয়া উঠেছে সারা বাংলার সাথে কোচবিহার জেলাতেও।তৃণমূলের শ্রমিক সংগঠন ছেড়ে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ যোগ দিলেন।
রবিবার দিনহাটা রংপুর রোডের সিআইটিইউ অফিসে এক সভা শেষে তাদের হাতে সংগঠনের পতাকা তুলে দেন সি আই টি ইউ এর জেলা সম্পাদক তারিণী রায়।এদিন সেখানে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তারাপদ বর্মন,শিবু মুখার্জি,প্রবোধ নাগ,প্রবীর পাল সহ আরও অনেকে।
এদিন তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা উত্তম কুন্ডু সহ ২৫ জনেরও বেশি শ্রমিক তৃণমূল ছেড়ে সিপিআইএম সংগঠন ছেড়ে সিআইটিইউ যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সিআইটিইউয়ের জেলা সম্পাদক তারিণী রায়।
আরও পড়ুনঃ গোয়ালতোড়ে বিজয় মিছিলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান
এদিন ওই শ্রমিকদের হাতে সংগঠনের পতাকা তুলে দেবার সময় সি আই টি ইউ এর জেলা সম্পাদক তারিণী রায় বলেন, “শ্রমিকদের স্বার্থে সারা দেশে সিআইটিইউ আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেশের অন্যতম বৃহত্তম শ্রমিক সংগঠন এই সিআইটিইউ।কাজেই যারা সংগঠনের সঙ্গে যুক্ত হলেন তারা আগামী দিনে শ্রমিকদের স্বার্থে আন্দোলনকে আরও শক্তিশালী করবেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584