সম্মুখ সমরের যোদ্ধাদের সম্মানিত করল ‘সৃষ্টি ডান্স অ্যাকাডেমি’

0
115

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Sristi Dance Academy | newsfront.co

সম্মুখ সমরের যোদ্ধাদের সম্মানিত করল ‘সৃষ্টি ডান্স অ্যাকাডেমি’। সংস্থার সর্বময়ী কর্ত্রী ইন্দ্রাণী গাঙ্গুলির উদ্যোগে সম্প্রতি আই সি সি আর-এ অনুষ্ঠিত হয় ‘ফ্রন্ট লাইন সোলজার অ্যাওয়ার্ড ২০২০’।

Frontine Soldiers Award | newsfront.co

একের পর এক বিপর্যয় আমাদের জীবনকে এক প্রকার বিষময় করে তোলে ২০২০ সালে। তার মধ্যে অন্যতম কোভিড-১৯। এই বিপর্যয়ে নিজের জীবন বিপন্ন করে মানুষের পাশে যাঁরা দাঁড়িয়েছেন সেই সব ডাক্তার, সাংবাদিক, নার্স এবং পুলিশদের সম্মান প্রদান করা হয় সংস্থার পক্ষ থেকে৷

Frontine Soldiers Award | newsfront.co

সৃষ্টির এই উদ্যোগে হাজির ছিলেন খ্যাতনামা অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, সুমনা দাস, বাদক শিল্পী পণ্ডিত মল্লার ঘোষ, লাজবন্তি রায়।

Covid fighters | newsfront.co

Award Ceremony | newsfront.co

এছাড়াও হাজির ছিলেন আই পি এস সুজয় কুমার চন্দ, ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রেসিডেন্ট রবি জয়সওয়াল, মেয়র পারিষদ দেবাশিস কুমার সহ বহু বিশিষ্টজন৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here