তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোর আরাধনা করা হয়। যা বাঙালি হিন্দুর ঘরে ঘরে এক চিরন্তন প্রথা। হিন্দু শাস্ত্র মতে, লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। ধন সম্পদের আশায় এবং সংসারের মঙ্গলকামনায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে। আবার অনেকেই সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে থাকেন।
এই লক্ষ্মীপুজো ঘিরে সাগরদীঘি বাজারে ফল এবং সবজি অগ্নিমূল্য। দুর্গাপুজোর ঠিক পরেই বাঙালীর ঘরে ঘরে হয়ে থাকে লক্ষ্মীপুজো। তাই সাগরদীঘির ফল বিক্রেতারা পসরা পেতে বসে আছেন ফল নিয়ে কিন্তু বিক্রি কোথায়? অন্যান্য দিনের তুলনায় ফলের দাম বেশি। পাশাপাশি সবজির দামও কিছু কম নয়।
আরও পড়ুনঃ বাংলায় দিনভর বৃষ্টি, রেহাই নেই লক্ষ্মীপুজোতেও
এদিকে কয়েকদিনের বৃষ্টিতে অনেক সবজি ক্ষেতেই নষ্ট হয়ে গিয়েছে। আর যেটুকু আমদানি হচ্ছে তার তুলনায় চাহিদা বেশি থাকায় দাম বেশি হচ্ছে বলে জানাচ্ছেন বিক্রেতারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584