নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
চারদিকে নির্বাচনী প্রচারের হাওয়া।সারাদিন প্রতিশ্রুতি,ভাষণ রাজনৈতিক তরজা চলছে।যখন পেট্রোল ডিজেলের দাম নিয়েও রাজনৈতিক ইস্যু হচ্ছে দেশ জুড়ে তখন মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রামের একজন মানুষ নিজের চেষ্টায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি করছেন পেট্রোল ডিজেল ও প্রিন্টারের কালি।
এই ঘটনাটি মুর্শিদাবাদের জলঙ্গী থানার অন্তর্গত উত্তর ঘোষপাড়ার।বছর ত্রিশ এর ফাইজুল ইসলামের কর্মকান্ডে তাজ্জব সবাই।তিনি ফেলে দেওয়া পলিথিন ক্যারি ব্যাগ থেকে দহন ও বাষ্পীভূত করে পেট্রোল ডিজেল তৈরি করছেন।এরপর বর্জ্য পদার্থ ছাই থেকে প্রিন্টার কালিও তৈরি হচ্ছে।ফাইজুল বাবুর লেদের কারখানা রয়েছে।এমনিতেই নতুন কিছু করার ভাবনা তাঁর ছিল কিন্তু এমন অভিনব উপায় কেমন করে মাথায় এলো এ প্রশ্নের উত্তরে তিনি জানান, পেট্রোল ডিজেলের মতো পলিথিনে আগুন জ্বলে আর তা থেকে তরল কিছু নিঃসৃত হয় সে দেখেই তাঁর এই কাজের এগিয়ে আসা।
ছোটো সিলিন্ডার কেটে পাইপ সংযুক্ত করে আগুন দিয়ে প্লাস্টিক গলিয়ে এই পেট্রোল ডিজেল তৈরির যে পন্থা তিনি অবলম্বন করেছেন তাতে খুশি এলাকাবাসী।মাত্র ২৫ টাকা প্রতি লিটারে খরচ হচ্ছে বলে জানান ফাইজুল ইসলাম।দিন পনেরো থেকে তিনি এই কাজ করে চলছেন।প্রতিবেশী একজন তাঁর এই অভিনব কাজে সাধুবাদ জানিয়ে বলেন যদি সরকারি সাহায্য পাওয়া যায় তাহলে আরো এগোতে পারবে ফাইজুল।নিজেও তিনি সরকারি সাহায্যের অনুরোধ জানান যাতে এই চেষ্টার সঠিক ফল পাই সবাই।
আরও পড়ুনঃ গ্রামেই সলিড লিকুইড ম্যানেজমেন্ট প্রকল্প, আবর্জনা থেকে জৈব সার
রোজকার প্রয়োজনীয় সব কিছুর মূল্য বেড়ে চলেছে।হাজার প্রতিশ্রুতির পরও লাফিয়ে লাফিয়ে বাড়ে পেট্রোল ডিজেলের দাম।আর ফাইজুল ইসলামের এই চেষ্টা যদি সরকারের সাহায্য পায় তার দিকে তাকিয়ে গোটা গ্রাম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584