নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ফের বাড়ল পেট্রোপণ্যের দাম। প্রায় প্রতিদিনই আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে জ্বালানির দাম। সর্বোচ্চ মূল্যবৃদ্ধি পেট্রোলে। মুম্বই সহ আরও ৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১০০ পেরিয়েছে পেট্রোলের দাম।
কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৪ পয়সা বেড়ে হয়েছে ৯৫ টাকা ৫২ পয়সা । রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৫ টাকা ৫৬ পয়সা। বাণিজ্যনগর মুম্বইতে লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে ১০১ টাকা ৭৬ পয়সা।
আরও পড়ুনঃ ২০২১-২২ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ৮.৩ শতাংশ হতে পারে, মত বিশ্বব্যাঙ্কের
চিন্তা বাড়াচ্ছে ডিজেলের মূল্যও। কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম ২৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮৯.৩২ টাকা। দিল্লিতে লিটারপিছু ডিজেলের মূল্য ৮৬.৪৭ টাকা। মুম্বাইয়ে প্রতি লিটার ডিজেলের দাম ৯৩.৮৫ টাকা।
আরও পড়ুনঃ সেরে উঠেছেন বুদ্ধদেব, আজ দুপুরে নার্সিংহোম থেকে ফিরবেন বাড়ি
দেশের একাধিক শহরেই সেঞ্চুরি পেরিয়েছে পেট্রোলের দাম। অন্যদিকে প্রতিনিয়ত বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে পেট্রোপণ্যের মূল্য, মত বিশেষজ্ঞদের। যতদিন না অপরিশোধিত তেলের দাম কমবে, দেশে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হতে থাকবে বলেও জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584