নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সিএএ নিয়ে ফের মঙ্গলবার বিরধ বাধল দিল্লির রাজপথে। আইন বিরোধিতায় পথে নামা প্রতিবাদীদের সঙ্গে দিল্লি পুলিশের খণ্ডযুদ্ধ বাধে সিলামপুর এলাকায়। ঘটনার জেরে আপাতত জোহরি এনক্লেভ, শিববিহার-সহ সাতটি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
একটি জাতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এ দিন দুপুর ১২টা নাগাদ সিলামপুর এলাকায় দিল্লির হাজার দুয়েক সাধারণ মানুষ নাগরিকত্ব আইনের বিরোধিতায় জড়ো হন। প্রতিবাদীরা জামিয়ার ছাত্র নিগ্রহের ঘটনার নিন্দায় সরব হন।
আরও পড়ুনঃ জামিয়া বিক্ষোভ সংক্রান্ত বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার সুপারিশ সুপ্রিম কোর্টের
পুলিশের দাবি, বিক্ষুব্ধ জনতা পুলিশের দিকে ইঁট ছুঁড়ে মারে। পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশও। মুহূর্তে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। একটি স্কুল বাসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি পুলিশ পিকেটে। ইটবৃষ্টি থামাতে লাঠিচার্জ করতে থাকে পুলিশ। সূত্রের খবর, ঘটনার জেরে দু’জন পুলিশ কর্মী আহত হয়েছেন।
আরও জানা গেছে, পরিস্থিতির সামাল দিতে বন্ধ করে দেওয়া হয় সিলামপুর-জাফরবাদের রাস্তাও। জাফরবাদেও জমায়েত হয় বহু সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584