রাগ করে ঘর ছাড়া কিশোরদের বাড়ি ফেরালো রেল পুলিশ

0
148

শ্যামল রায়,নবদ্বীপঃ

fugitive teenagers returned home by the imitative of rail police
পরিবারের হাতে তুলে দেওয়া হলো পলাতক কিশোরদেরকে। নিজস্ব চিত্র

বাবা-মায়ের বকাবকিতে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিল দুই কিশোর।নবদ্বীপ ধাম রেলস্টেশনে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ আটক করে ২ কিশোরকে।মঙ্গলবার দুই কিশোরকে তুলে দেওয়া হয়েছে তাদের পরিবারের হাতে।নিখোঁজ দুই কিশোরকে পরিবারের লোকজনেরা পেয়ে ভীষণ খুশি বলে জানা গেছে।মঙ্গলবার নবদ্বীপ ধাম রেলস্টেশনের জি আর পির আধিকারিক গৌতম ভট্টাচার্য জানিয়েছেন যে সারজামাল মির্জা বয়স ১২
বছর কিশোরকে তুলে দেয়া হয়েছে তার পরিবারের হাতে।তিনি আরো জানিয়েছেন যে ওই কিশোরের বাবা শফিকুল মির্জা জানিয়েছেন যে সোমবার স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে সে পালিয়ে আসে।বাবার অভিযোগ যে পড়াশোনা নিয়ে বকাবকি করেছিল তার মা তাই রাগ বসত বাড়ি ছেড়ে চলে আসে ছেলেটি।আত্মীয়-স্বজন বাড়ি সহ অনেকের বাড়িতে খুঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।সোমবার জঙ্গিপুর ট্রেনে নবদ্বীপ ধাম রেলস্টেশনে সন্ধ্যার সময় নামলে তাকে সন্দেহ হয় এবং জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে মুর্শিদাবাদ জেলার সালার থানার তালিবপুর গ্রামে তার বাড়ি।জিজ্ঞাসাবাদের পর সালার থানা সাথে যোগাযোগ করে তার পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে এদিন।সারজামাল স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ে।এছাড়াও অভিজিৎ দাস নামে ১২ বছরের আর এক কিশোরকে উদ্ধার করে তার পরিবার হাতে তুলে দেয়া হয়েছে।অভিজিৎ দাসের বাড়ি পূর্বস্থলী থানার অন্তর্গত দিপপুরগ্রামে।জিআরপি আধিকারিক গৌতম ভট্টাচার্য জানিয়েছেন যে গত ৩ তারিখ থেকে নিখোঁজ ছিল অভিজিৎ দাস।তার পড়াশোনা নিয়ে বাবা-মায়ের সাথে ঝামেলা হবার ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে পালিয়ে ছিল অভিজিৎ।স্থানীয় বিদ্যালয় এর সপ্তম শ্রেণীতে পড়তো।গৌতম বাবু জানিয়েছেন যে পূর্বস্থলী থানার আইসি রাকেশ মিশ্রের সাথে যোগাযোগ করার পর তার পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে অভিজিৎ দাস কে।পর পর দুই নিখোঁজ কিশোরের উদ্ধারের ঘটনায় দুই পরিবারের তরফ থেকে রেলের পুলিশ আধিকারিক কে ধন্যবাদ জানিয়েছেন।গৌতম বাবু জানিয়েছেন যে এই ধরনের কিশোরদের সাথে রাগারাগি না করে তাদের সচেতন করার পক্ষে মতামত দেওয়া দরকার বাবা-মায়ের।তা না হলে এই সমস্ত কিশোরদের বিপথে পরিচালিত হবার সম্ভাবনাই বেশি থাকে।তাই সকল বাবা-মায়ের যথেষ্ট সজাগ হতে হবে।

আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে অসীমা বন্দোপাধ্যায় স্মৃতি স্মারক অনুষ্ঠান

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here