নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃবিগত চার বছরের মতো এবারেও নানাবিধ সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে দুদিনের বর্ষাবরণ অনুষ্ঠান হলো মেদিনীপুর শহরে।’আমরা শিল্পী, আমরা দর্শক’ এই ভাবনাকে সামনে রেখে মেদিনীপুরের ললিতকলার শিল্পীদের উদ্যোগে দুদিনের বর্ষাবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শতাব্দী প্রাচীন মেদিনীপুর কলেজের বিবেকানন্দ হলে।মেদিনীপুরের একটি বড় অংশের প্রায় সর্বস্তরের কবি, সাহিত্যিক,সঙ্গীতশিল্পী, বাচিক শিল্পী,নৃত্যশিল্পী, শর্টফিল্ম নির্মাতা, চিত্রশিল্পী,ভাস্কর, ফটোগ্রাফারদের সম্মিলিত মুক্তমঞ্চ ললিতকলা শিল্পীদের উদ্যোগে পাঁচবছর ধরে এই বর্ষাবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে।
এবারের বহুমুখী ও বর্ণময় দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ভাস্কর শচীন পাল। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বিশেষ সম্মাননা জানানো হয় উদ্বোধক বিশিষ্ট ভাস্কর শচীন পালকে।উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ,বর্ষীয়াণ কবি নিলয় মিত্র, সঙ্গীতশিল্পী জয়ন্ত সাহা,আবৃত্তিকার অমিয় পাল, আলোকচিত্রী গৌতম দেব,চিত্রশিল্পী প্রদীপ কুমার বসু,সাংস্কৃতিক সংগঠক লক্ষণ ওঝা, নৃত্য শিল্পী স্বস্তি মুখোপাধ্যায়,শব্দ প্রক্ষেপক প্রদীপ সাহা প্রমুখ।আবৃত্তি,সঙ্গীত, নৃত্য,অণুগল্প পাঠ, যন্ত্রসংগীত পরিবেশন,স্বরচিত কবিতা পাঠ সহযোগে বহুমুখী বর্ণময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয় দুদিনের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে।এছাড়াও ছিল চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, শর্টফিল্ম প্রদর্শনী, লিটিল ম্যাগাজিন প্রদর্শনী।বিভিন্ন বিভাগের শিল্পীদের একক অংশগ্রহণ ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের যৌথ পরিবেশনায় প্রায় দেড় শতাধিক শিল্পীর উপস্থিতি গোটা অনুষ্ঠানটিকে সাফল্যের চূড়ান্ত শীর্ষে পৌঁছে দেয়।এবারের অনুষ্ঠানে নতুন ভাবে যুক্ত হওয়া শর্ট ফিল্ম প্রদর্শনী অনুষ্ঠানকে আরোও বর্ণময় করে তোলে। দুদিনের অনুষ্ঠানে পরিচালক পার্থ সারথী শ্যাম,মনোরঞ্জন ঘোষ, দেবনাথ মাইতি,সুমন্ত সাহা, কৃষ্ণা ভিলানী, নিসর্গ নির্যাস মাহাতোর শর্ট ফিল্ম প্রদর্শিত হয়।প্রকাশ পায় তিনটি নতুন শর্ট ফিল্ম ‘ বিপ্লব’, ‘দেওয়াল’, ও’ অজান্তে’ । আয়োজকদের পক্ষে রাজনারায়ণ দত্ত, হায়দার আলি, অভিনন্দন মুখোপাধ্যায়, ঝুমঝুমি চক্রবর্তী,বিশ্ব বন্দ্যোপাধ্যায় , তারক পাইন, ঈশিতা চট্টোপাধ্যায়, শতাব্দী গোস্বামীরা জানান আগামী দিনে তাঁরা মেদিনীপুরে সুস্থ সংস্কৃতির বিকাশে আরও সচেষ্ট হবেন এবং বর্ষাবরণ অনুষ্ঠানকে আরও বড় আকারে আয়োজন করবেন। দুদিনের অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বৃষ্টি মুখোপাধ্যায়, মধুসূদন মান্না ও অভিনন্দন মুখোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584