রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
বোর্ড গঠনের পরে আজ প্রথম মুর্শিদাবাদ জেলা পরিষদে জেলাশাসকের উপস্থিতিতে জেলা সভাধিপতি মোশারফ হোসেন সহ সমস্ত আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল আলোচনা সভা,জেলা পরিষদের সভাকক্ষে।
২৭ সেপ্টেম্বর জেলা সভাধিপতি নির্বাচিত হন মোশারফ হোসেন এবং ১৯ নভেম্বর ন’টি বিভাগের কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়।আগামীদিনে যে সমস্ত কাজ হবে সেই বিষয়েই আজকের মিটিং।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু দিনের মধ্যেই জেলা সফরে আসছেন।ফলে ঘর গোছাতে উন্নয়নের রূপরেখা ঠিক করতেই এই মিছিল বলে ওয়াকিবহাল মহলের মত।সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া ছাড়াও কলকাতায় মুর্শিদাবাদ ভবন করার আশ্বাস দিয়েছেন নব নির্বাচিত জেলা সভাধিপতি।এই ভবন নির্মানে প্রায় দেড় কোটি টাকা অনুমোদন করা হল আজকের সভায়।তার কাজ শীঘ্রই শুরু হবে।এছাড়াও কমার্শিয়াল কারণে জেলা পরিষদের অ্যাক্ট অনুযায়ী যারা তিন হাজার স্কোয়ারফুটের উপরে যারা বিল্ডিং করেছেন,যেখানে হসপিটাল বা কলেজ, ফ্ল্যাট,বাড়ি আছে তাতে ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সব নিয়ে একটি ইতিবাচক আলোচনা সভার আয়োজন হল জেলা পরিষদে।
আরও পড়ুন: সম্প্রীতির আহ্বানে সিপিএম তৃণমূলের মিছিল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584