রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার অন্তর্ভুক্ত মহালন্দী ব্লকের একটি গ্রামে বাস করতেন প্রদীপ মণ্ডল। কিন্তু নিজের বলতে সেরকম কেউই ছিল না ওনার। প্রায় ৪২ বছর আগে গ্রামের একটি পরিবারের সঙ্গেই বসবাস শুরু করেন এবং সেই থেকে ওই পরিবারের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত হন তিনি। মহলন্দীর বাসিন্দা মেরুমিয়ার স্ত্রী ও বাচ্চাদের নিয়ে বসবাস করেন। সেখানেই দীর্ঘ ৪২ বছর ধরে প্রদীপ মণ্ডল বাস করছেন একই পরিবারের সদস্য হয়ে।
বার্ধক্যজনিত কারনে শুক্রবার ওনার মৃত্যু হয়। তারপর মেরুমিয়ার পার্শ্ববর্তী হিন্দু পরিবারের কাছ থেকে সমস্ত রীতিনীতি জেনে নিয়ে সেই মোতাবেক সৎকার পর্যন্ত সমস্ত কাজ নিজে করেন এবং আগামী দিনে যে সমস্ত কাজগুলো করতে হবে সমস্ত কিছু রীতি মেনে হিন্দু শাস্ত্র অনুযায়ী করবেন বলে তিনি জানান।
দেশে যেখানে বিভাজনের রাজনীতি চলছে সেখানে দাঁড়িয়ে হিন্দু-মুসলিমদের মধ্যে ঐক্যতা যে রয়েছে তার নজির গড়ল মহালন্দীর এই পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584