শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
আজ, বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে রাজ্যের সমস্ত জেলার কনটেনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউন চালু করতে চলেছে রাজ্য সরকার৷ মঙ্গলবার একথা নবান্ন থেকে ঘোষণা করা হলেও কতদিনের জন্য করা হবে, তা প্রথমে জানানো হয়নি। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আপাতত প্রাথমিকভাবে ৭ দিনের জন্য লকডাউন চলবে৷ ৭ দিন পরে পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ৷
নবান্ন সূত্রে খবর, রাজ্যের করোনা মানচিত্রে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে রয়েছে কলকাতা, দুই চব্বিশ পরগণা এবং হাওড়া জেলা। বুধবার সরকারি ওয়েবসাইট থেকে সমস্ত জেলার চূড়ান্ত কনটেনমেন্ট জোন তালিকা প্রকাশ করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এ এবং বি বাফার জোন মিলে কনটেনমেন্ট জোন ৷ কয়েকটি ছোট ছোট জায়গা করে কনটেনমেন্ট করা হয়েছে৷ সংক্রমণ রুখতে কড়াভাবে মানতেই হবে লকডাউন ৷ কোনও এলাকায় বেশি আক্রান্ত থাকলেই কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করতে হবে ৷’
আরও পড়ুনঃ ৩ দিন হাজিরা দেওয়া আবশ্যক, নিজস্ব করোনা পরিস্থিতি সামলাতে ঘোষণা স্বাস্থ্যভবনের
কনটেনমেন্ট জোনে বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস, কারখানা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান৷ কন্টেইনমেন্ট জোনগুলিতে বন্ধ থাকবে সবরকম যানবাহন চলাচল৷ শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে বলে জানা গিয়েছে৷ অত্যাবশ্যকীয় পরিষেবাও চালু থাকবে৷ প্রয়োজনে বাসিন্দাদের বাজার ও অত্যাবশকীয় পণ্য পৌঁছে দেবে স্থানীয় প্রশাসন ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কনটেনমেন্ট জোনগুলিতে সুফল বাংলার স্টল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে যাতে বাজার পেতে অসুবিধা না হয় ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584