মেহেদি হাসান মোল্লা,উত্তর ২৪ পরগনা:
উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার অন্তর্গত খাস সাঁকদাহ গ্রামের প্রত্তন্ত এলাকায় কিছু গরীব-দূস্থ মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে পথচলা শুরু নবদিগন্তের।দেখতে দেখতে অনেকটা পথ পেরিয়ে এসেছে নবদিগন্ত।প্রায় ৪ বছর ধরে বহু কাজের নজির গড়েছে এই নবদিগন্ত সোসাল ওয়েলফেয়ার ট্রাস্ট।
প্রায় ২০০ জন ছাত্রছাত্রী বিনাখরচে নবদিগন্তের কোলে পালিত হয়ে আসছে।পড়াশুনার সামগ্রী থেকে শুরু করে সবকিছুই বিনামূল্যে পরিষেবা দেওয়ার বন্দবস্ত রয়েছে।এই রকম একটা সমাজ সেবামূলক ট্রাস্টের কার্যকলাপ একটা সংকীর্ণ ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ না হয়ে সারা বাংলায় ছড়িয়ে পড়ে সেই লক্ষেই ছুটে চলেছে নবদিগন্ত।সারা বাংলার প্রায় সমস্ত জেলায় নবদিগন্তের প্রতিনিধি নির্বাচন করে বিভিন্ন গঠনমূলক কাজের খবরাখবর পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।নবদিগন্ত শুধু পড়াশুনার গন্ডীর মধ্যে সীমাবদ্ধ না হয়ে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ ও পড়শুনার সামগ্রীর বন্দবস্ত,শিশুস্বাস্থ্য ও নারী কল্যান,অনাথ ও আদিবাসী উন্নয়ন এবং স্বাস্থ্য বিষয়ক ও খেলাধুলা বিষয়ে সাহায্যের পরিকল্পনা করা হয়।এই পরিকল্পনাকে সঠিকভাবে বাস্তবায়িত করার জন্য এবং সাধারণ মানুষকে এইসব বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য রবিবার এক সভার আয়োজন করা হয়।সভার আলোচ্য সূচীর উপর বিস্তারিত আলোকপাত করেন নবদিগন্তের সাধারন সম্পাদক ডা:ফারুক হোসেন গাজী।সভায় নবদিগন্তের গভর্নিং কমিটি পূন:গঠিত হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584