বিপ্লব কি বিজেপিতে?- জল্পনা দক্ষিন দিনাজপুরে

0
104

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র আগামীকাল গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন বলে জোর জল্পনা চলেছে । আর তাঁর সঙ্গেই বিজেপিতে যোগ দিতে পারেন দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদের ১৪ জন তৃণমূল সদস্য। বিজেপিতে যোগ দিতে পারেন বিপ্লব মিত্রের ভাই গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রও।

gab at south dinajpur about biplab Mitra
বিপ্লব মিত্র।ফাইল চিত্র

জানা গেছে,বিপ্লব মিত্র ইতিমধ্যেই জেলায় নিজের অনুগত জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন। শনিবার তিনি শিলিগুড়ির বাগডোগরা বিমান বন্দর থেকে দিল্লীর উদ্যেশ্যে যাত্রা করেছেন বলে সুত্রের খবর।

আজ সোমবার দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি।

লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ পরাজিত হন বিজেপির সুকান্ত মজুমদারের কাছে। এরপরেই বিপ্লব মিত্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে তৃণমূলের একাংশ। মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লব মিত্রকে সরিয়ে জেলার সভাপতি করেন অর্পিতা ঘোষকে।

বিপ্লব মিত্রের বিজেপিতে যোগ দিলে তাঁর সঙ্গে যেতে পারেন জেলাপরিষদের ১৪ জন তৃণমূল সদস্য। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে ১৮ টি আসন রয়েছে। সবকটিই তৃণমূলের দখলে। যদি তৃণমূলের ১৪ জন সদস্য বিজেপিতে যোগ দেন, তাহলে রাজ্যে বিজেপি প্রথম নির্বাচন না করেই জেলা পরিষদ দখল করবে।এর পূর্বে অবশ্য তৃণমূল কংগ্রেস নির্বাচন না করে সদস্য ভাঙিয়ে মালদা ও মুর্শিদাবাদ জেলা পরিষদ দখল করলেও কোনোভাবেই কাজ করতে পারেনি ।

আরও পড়ুনঃ ভেঙে দেওয়া হল দুর্গাপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি

কারণ এলাকার সিংহভাগ বিধায়ক ও সাংসদ কংগ্রেস ও বামেদের ছিল বলে।দক্ষিণ দিনাজপুরে আর সেই সমস্যা থাকবে না।জেলা পরিষদের সঙ্গে গঙ্গারামপুর এবং বুনিয়াদপুর পুরসভাও তৃণমূলের হাতছাড়া হতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here