তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গদাধর বর্মন মারা যাওয়ায় শহরে শোকের ছায়া নেমে আসে।গদাধর বর্মন দুরারোগ্য ব্যাধিতে দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২বছর।গদাধর বাবুর মৃত্যুতে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক পাল বলেন গদাধর বাবু প্ৰকৃত একজন সমাজসেবী ছিলেন।তিনি ছিলেন গরিবের বন্ধু।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান উপস্থিত সবাই।পৌরসভার গত নির্বাচনে কংগ্রেস দলের হয়ে নির্বাচিত হওয়ার পর রাজ্যের মা-মাটি-মানুষের সরকারের উন্নয়নের শামিল হওয়ার জন্য পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন গদাধর বাবু।মৃত্যুর সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তার বাড়িতে ছুটে যান কাউন্সিলার অমিত দেবগুপ্ত,সচিন সিংহ রায় এবং পৌরসভার উপ পৌরপতি বসন্ত রায় সহ বহু মানুষ।জানা যায় মঙ্গলবার তার মরদেহ পৌরসভায় নিয়ে যাওয়া হবে।সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর তার শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুনঃ ধানক্রয়ে দুর্নীতির অভিযোগ সমবায়ের বিরুদ্ধে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584