নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা মোকাবিলায় চলছে লকডাউন। এর জন্য বন্ধ সমস্ত পূজা অর্চনা, বন্ধ সমস্ত মন্দিরও। এই সময় থাকে বিবাহ, অন্নপ্রাসন, উপনয়ন, গৃহপ্রবেশ প্রভৃতি।
কিন্তু এখন এসব বন্ধ থাকার ফলে চরম আর্থিক অসুবিধার মধ্যে রয়েছে ব্রাহ্মণ পুরোহিতেরা। এই সকল পুরোহিতদের পাশে দাঁড়ালো ফালাকাটার মসল্লাপট্টির বাসিন্দা গদাই দে ও তার পরিবার।
শুক্রবার এলাকার ৫০ জন ব্রাহ্মণ পুরোহিত সহ মোট ১০০ জন দুঃস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় তার পরিবারের পক্ষ থেকে। এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, সয়াবিন, সরিষার তেল, সাবান, লবণ সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় তাদের হাতে।
আরও পড়ুনঃ রেশন না পাওয়া পুর বাসিন্দাদের পাশে দাঁড়াতে নির্দেশ ফিরহাদের
এদিন গদাই দে বলেন, “লকডাউনের ফলে বন্ধ পূজা অর্চনা। যার জেরে সমস্যায় পড়েছেন অনেক পুরোহিত। আজ পুরোহিতদের সামান্য সহায়তা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
আজ আমার বাড়িতে এতজন পুরোহিতের পায়ের ধুলো পড়ল এটা আমার কাছে আশীর্বাদ। আগামী দিনে এমন ভাবে মানুষের পাশে যেন দাঁড়াতে পারি এটাই প্রার্থনা করি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584