নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
তাঁরা কেউ পেশায় রাজমিস্ত্রী, কেউ কাঠ মিস্ত্রী। আবার কেউ বেকার। কিন্তু প্রতি বছর চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তাঁদের দেখা যায় শহর বা শহর লাগোয়া বিভিন্ন জায়গায়। প্রতি বছরই চৈত্র সংক্রান্তির দিন গাজনে সামিল হন তাঁরা।
এবার দেশ জুড়ে করোনার প্রভাবে তাই বাতিল হয়েছে চড়ক উৎসব। সংক্রান্তির প্রতি বছর প্রায় দিন পনেরো আগে থেকে তাঁরা শুরু করেন গাজনের প্রস্তুতি। বাড়ি বাড়ি ঘুরে গাজন সন্ন্যাসীরা নানা জিনিস সংগ্রহ করেন। চড়ক মূলত শিবের পূজো। একে আবার নীলের পূজোও বলা হয়।
আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে এবার থানাতে প্রবেশের আগে কর্মীদের থার্মাল স্ক্রিনিং
সারাদিন দেব-দেবীর ছদ্মরূপ সজ্জা করে এঁরা ঘুরে বেড়ান নানা জায়গায়। কিন্তু জমায়েত এড়ানোর কারনে এ বছর চড়ক হবে না। নাম মাত্র নীল পূজো হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। তবে পূজো উপলক্ষে মেলা তো দূরস্ত।
এ বছর জেলার গ্রামেগঞ্জে তাই আর দেখা যাচ্ছে না গাজনের বহুরূপীদেরও।যদিও এই চড়কের দিন চড়কগাছ স্থাপন করে পূজো হলেও, হবে না কোন সন্ন্যাসীর পিঠে বড়ঁশি ফুটিয়ে ঘোরানো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584