সুন্দরবনে শিবের গাজন

0
410

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Gajon festival at sundarban
নিজস্ব চিত্র

চৈত্র সংক্রান্তিতে শিবের গাজন গানে মাতোয়ারা দক্ষিন সুন্দরবনের প্রবীন থেকে নবীনেরা।চৈত্র মাসের সংক্রান্তি ২৭ তারিখ থেকে শুরু হয় শিবের মেলা।কাকদ্বীপ ব্লকের একাধিক জায়গায় এই উৎসবে।পাড়ায় পাড়ায় শিব পূজা করে গাজন গান করা হয়।

Gajon festival at sundarban
পালা গান। নিজস্ব চিত্র

উৎসব মুখর হয়ে ওঠে সারা এলাকা।কোথাও শিব দূর্গার পর্ব ,কোথাও বা সমাজ সচেতন নিয়ে বিভিন্ন পালা।কোথাও গাজন গানে কচি কাঁচাদের স্কুল জীবনের চরিত্র তুলে ধরা হয়েছে শিবের গাজন গানে।যা কাকদ্বীপের বিভিন্ন এলাকায় সাড়ম্বরে পালিত হচ্ছে।হেঁতাল ভরা জঙ্গল, গরান গেঁওয়া মহুয়া ভরা ম্যানগ্রোভে হিংস্র যন্তু বাস করত।

Gajon festival at sundarban
দিনবন্ধু মাইতি সম্পাদক। নিজস্ব চিত্র

সুন্দরবনবাসী সেই জঙ্গল পরিষ্কার করে বসত গড়তে শুরু করে।বাঙালির বারো মাসে তেরো পার্বন বজায় থাকলেও চৈত্রর সংক্রান্তির শিব পূজা উপলক্ষ্যে গাজন গানের উৎসব আজও এক অনন্য উৎসব।সন্ন্যাসী উপলক্ষ্য শিবের মেলা এখন কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিম চন্দ্র গ্রামপঞ্চায়েতের ভুবননগর হরিবাসরে।এই এলাকায় শতাধিক বছর ধরে চলে আসছে শিব উৎসব উপলক্ষ্যে গাজন গান।উপবাসী শিবের ভক্তদের আনন্দ দিতে এমন উদ্যোগ নিয়েছেন।

Gajon festival at sundarban
অরুণ কুমার ভুঁইয়া, উদ্যোক্তা। নিজস্ব চিত্র

এই এলাকার সতেরোটি দল অংশ গ্রহন করেছে।বিনা পয়সায় একে অপরের পালা গান গেয়ে বেড়াবেন।আর মনরঞ্জন করে তুলবে এলাকাবাসীদের। সারা বছর মাছ ধরে চলে এদের সংসার ; বছরের এই দিনগুলি আসলে সংসারের আয় ভুলে মনরঞ্জন নিয়ে মেতে থাকেন এনারা।এটাই সুন্দরবনবাসীর রীতি।অনেকের খাওয়া যোটেনা।

আরও পড়ুনঃ গাজন উৎসব ঘিরে উদ্দীপনা শ্রীবাটীতে

Gajon festival at sundarban
মহাদেব দাস , শিল্পী। নিজস্ব চিত্র

মেকাপ করার পয়সা টুকু যোটে না তবুও আধপেটা খেয়ে দাঁতে দাঁত চেপে শিব পূজার সন্ধ্যা থেকে রাতে মেতে থাকেন গাজন গান উৎসবে।আত্মীয় সমাগমে ভরপুর হয়ে ওঠে দক্ষিন সুন্দরবনের প্রতিটি বাড়ি।নিজস্বতা রেখেই এই উৎসব পালিত হয় এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here