সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
দীর্ঘদিন পরে অবশেষে গলসি ১ নম্বর ব্লকের শিড়রাই গ্রামের বাসিন্দাদের দাবি পূরণ হতে চলেছে। প্রায় ৬৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হবে রাস্তা।
খানাখন্দে ভরা মোরামের রাস্তা পাকা করার দাবিতে গ্রামবাসীরা একাধিকবার আন্দোলন করেছেন। বাস বন্ধ করে জানিয়েছিলেন প্রতিবাদ। গ্রামের বাসিন্দারা বলছেন, শিড়রাইয়ের ভিতর দিয়ে ঢোলা মোড় থেকে আদড়া পর্যন্ত প্রায় আট কিলোমিটার মোরামের রাস্তা।
গ্রাম থেকে তিনটি বাস যাওয়া আসা করে। এই রাস্তাটি ছাড়া মল্লসারুল থেকে শিড়রাই গ্রামের ভিতর দিয়ে পোতনা হয়ে বর্ধমান যাবার বিকল্প রাস্তা রয়েছে।
আরও পড়ুনঃ মহিলাদের ক্রীড়া কর্মসূচি কোচবিহারে
এই রাস্তাতেও বাস চলাচল করে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে শিড়রাই পর্যন্ত আগেই পাকা করা হয়েছে। কিন্তু শিড়রাই থেকে আদড়া পর্যন্ত রাস্তা মোরামের। দীর্ঘদিন সংস্কার না হওয়ার জন্য রাস্তায় তৈরি হয়েছে গর্ত। তাতে গাড়ি চলাচল করা মুশকিল হচ্ছিল। এমনকি বাস চলাচলের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছিল।
জানা যায়, পুরো রাস্তা পাকা করার জন্য জেলা পরিষদে পাঠানো হলেও প্রথম ধাপে দু’কিলোমিটার পাকা হবে এবং বাকি রাস্তা ধাপে ধাপে পরে পাকা হবে। জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু বলেন, দরপত্র প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। বরাত পাওয়া সংস্থা খুব শীঘ্রই কাজ শুরু করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584