সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমানের গলসি ১ নং ব্লকের শিড়রাই পঞ্চায়েতের শান্তিবাগ এলাকায় দুই গোষ্ঠীর দ্বন্দ্বে বোমাবাজিতে আতঙ্ক এল এলাকায়।তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যেই এই গোলমাল হয়।সকাল সাড়ে ৮টা নাগাদ পশ্চিমপাড়ার মসজিদতলার কাছে অশান্তি শুরু হয়। এলাকাবাসীর দাবি শিড়রাই পঞ্চায়েত সদস্য সাবলু শেখ ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রোকেয়া বেগমের দ্বন্দ্বই এই অশান্তির কারণ।
গত বুধবার সন্ধ্যায় পারাজ মোড়ে দলের ব্লক সভাপতি শেখ জাকির হোসনের ভাইকে হেনস্তার অভিযোগ ওঠে দলেরই কিছু কর্মীর বিরুদ্ধে। সাবলু তাঁর অনুগামী। এ দিনের গোলমাল এই ঘটনার পাল্টা বলে খবর। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের অনুগামী কাজল মল্লিক বলেন, পঞ্চায়েত প্রধান হতে চেয়েছিলেন সাবলু। কিন্তু ১৬ জন সদস্যের মধ্যে ১৫ জনই ওঁকে মেনে নিতে পারেনি।
আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্বে বন্ধ টোল ট্যাক্স
তাই নানা বিষয় নিয়ে গ্রামে অশান্তি করছে। এই অভিযোগ মানতে নারাজ সাবলু শেখ। তিনি বলেন, কাজলের জন্য গ্রামে উন্নয়নের কাজ দীর্ঘদিন ধরে থেমকে রয়েছে।
এদিনের ঘটনায় গুলি চলে বলে অভিযোগ। পুলিশ ১২ জনকে আটক করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584