নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
গম্ভীরা গানের মাধ্যমে স্বচ্ছতা ও শিশু সচেতনতা অভিযান চালালো মালদহ চাইল্ড লাইন।
সোমবার মালদহ প্রশাসনিক ভবনের সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সমাজ কল্যাণ আধিকারিক অরিন্দম ভাদুড়ি।
এরপর গম্ভীরা গানের মাধ্যমে স্বচ্ছতা ও শিশু সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিভিন্ন কাজে আসা আদালত চত্বরে লোকজনদের সামনে গম্ভীরা গানের মাধ্যমে শিশু সচেতনতা ও তার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
লোক শিল্পের মাধ্যমে সাধারণ মানুষের সামনে বার্তা দেওয়া হয় শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাই তাদের ঠিকঠাক লালন-পালন যাতে করা হয় সেই দিকগুলো তুলে ধরা হয়।
মালদহের জনপ্রিয় লোক শিল্প গম্ভীরা গানের মাধ্যমে শিশুদের সুরক্ষা নিয়ে অভিযান চালায় মালদহ চাইল্ড লাইন।
সোমবার আনুষ্ঠানিকভাবে এই অভিযানের উদ্বোধন করা হয় মালদহ প্রশাসনিক ভবন চত্বর থেকে। শিশুদের সুরক্ষা নিয়ে বিশেষ একটি নম্বর দেওয়া লিফলেট বিলি করা হয় সেখানে আগত মানুষদের।
আরও পড়ুনঃনতুন বছর শুরু ব্রিজ ভাঙা দিয়ে, বদলাচ্ছে বাসরুট
এই বিষয়ে সমাজ কল্যাণ দফতরের আধিকারিক অরিন্দম ভাদুড়ি বলেন, শিশু সুরক্ষা নিয়ে মানুষকে সচেতন করতে মালদহ চাইল্ড লাইনের উদ্যোগে গম্ভীরা গানের মাধ্যমে দুই দিন ধরে গ্রাম ও শহরে প্রচার চালানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584