চোর পুলিশ খেলা শেষে অবশেষে গ্রেফতার হলেন চিদম্বরম

0
79

নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ

এ যেন চোর পুলিশ খেলা,চিদম্বরমকে ধরতে পাঁচিল টপকে বাড়িতে ঢুকল সিবিআই কর্তারা,২৪ ঘণ্টারও বেশি খোঁজ মিলছিল না চিদম্বরমের।

former finance minister | newsfront.co
চিত্রঃ সৌজন্য এএনআই

বুধবার কংগ্রেসের সদর দফতরে হাজির হয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন পি চিদম্বরম।সঙ্গে সঙ্গে চিদম্বরমকে ধরতে রওনা দিল সিবিআই-ইডি।তার আগেই সদর দফতর ছাড়েন প্রাক্তন অর্থমন্ত্রী।

former finance minister | newsfront.co
চিত্রঃ সৌজন্য এএনআই

জোড়বাগে নিজের বাড়িতে চলে যান তিনি।সেখানেও তাঁকে পিছু ধাওয়া করেন সিবিআই কর্তারা।দরজা বন্ধ থাকায় বাড়ির পাঁচিল টপকে বাড়িতে ঢুকে পড়েন তাঁরা।

former finance minister | newsfront.co
চিত্রঃ সৌজন্য এএনআই

গতকাল থেকে খোঁজ মিলছিল না প্রাক্তন অর্থমন্ত্রীর।যদিও তাঁর আইনজীবী কংগ্রেস নেতা কপিল সিব্বল দাবি করেন, ফেরার হওয়ার কোনও প্রশ্নই নেই।

সন্ধেয় নিজের অফিসেই ছিলেন চিদম্বরম।এদিন দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে উদয় হলেন প্রাক্তন অর্থমন্ত্রী। বলেন,’আইএনএক্স মিডিয়া মামলায় আমি অভিযুক্ত নই,আমার পরিবারের কেউ জড়িত নয়।আদালতে আমার নামে কোনও চার্জশিট পেশ করেনি সিবিআই বা ইডি।’

former finance minister | newsfront.co
চিত্রঃ সৌজন্য এএনআই

কিন্তু সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি প্রাক্তন অর্থমন্ত্রী।তাঁকে পাকড়াও করতে কংগ্রেসের সদর দফতরের উদ্দেশ্যে রওনা দেয় সিবিআই-ইডি।

দু-তিন মিনিট থেকে দফতর ছাড়েন পি চিদম্বরম।রওনা দেন জোড়বাগে নিজের বাড়ির উদ্দেশ্যে। তাঁর বাড়ির বাইরে জড়ো হতে থাকেন কংগ্রেস কর্মীরা।বন্ধ করে দেওয়া হয় দরজা। সেখানেও পৌঁছে যায় সিবিআই।নাছোড় সিবিআই আধিকারিকরা পাঁচিল টপকেই ঢুকে পড়েন চিদম্বরমের বাড়িতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here