গরুচোর সন্দেহে গণধোলাই

0
72

মনিরুল হক,কোচবিহারঃ

Ganadholai to the suspect cow smuggler
নিজস্ব চিত্র

গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নং ব্লকের কালীঘাট রোডের লঙ্কাবড় এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এদিন ভোররাতে ওই ব্যক্তি এলাকায় গরু চুরি করার উদ্দেশ্যে ঢোকে। সেই সময় উত্তেজিত গ্রামবাসী ওই ব্যক্তিকে ধরে ফেলে এবং বেধড়ক মারধোর করে।

Ganadholai to the suspect cow smuggler
নিজস্ব চিত্র

পরে ওই ঘটনার খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোতোয়ালি থানার টাউনবাবুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ সাইকেল চোর সন্দেহে গণধোলাই

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করার ফলে সে কিছুই বলতে পাড়ছে না। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থার অবনতি হওয়ায় কারণে তাকে সিসিইউ-তে স্থানাতরিত করা হয়েছে। তার অবস্থা অত্তন্ত আশঙ্কাজনক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here