সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
গভীর রাতে গৃহস্থ বাড়িতে চুরি করতে ঢুকে ধরা পড়ে গণধোলাই খেল এক যুবক।রায়দিঘি থানার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের ছাতুয়া মোড় সংলগ্ন এলাকায় গত তিনদিন পূর্বে গ্রামীণ অনুষ্ঠান এর সুযোগ নিয়ে পরপর চারটি বাড়িতে চুরি হয়।সেই চোর ধরা না পড়লেও গত মধ্যরাতে ওই এলাকায় জয় গোপাল সর্দার এর বাড়িতে চোর ঢোকে, তখন বাড়িতে কেউ ছিল না।
রাত্রি প্রায় ন’টার সময় জয় গোপাল বাবুর স্ত্রী ঘরের চাবি বন্ধ করে পাশের বাড়িতে গিয়েছিল। কিন্তু ঘরে এসে দেখে দরজা ভাঙ্গা আলমারি ভাঙ্গা তখন চিৎকার চেঁচামেচি করলে লোকজন জড়ো হয়ে যায়।তখন অনেকেই কানাঘুষা করে বলতে থাকে তারা দুটি ছেলেকে ওই এলাকায় কথা বলতে দেখেছে যাদের বাড়ি মধুসূদন চক এলাকায় সেই ছেলে দুটোর খোঁজ করতে থাকে এলাকার মানুষ।
কিছুক্ষণের মধ্যে জানা যায় ছেলে দুটি মাঠের মধ্যে বসে আছে গ্রামের লোক ঘিরে ফেললে একজন পালিয়ে গেলেও ধরা পড়ে যায় পাঁচু গোপাল জানা নামে এক যুবক।চলতে থাকে গণধোলাই।গণধোলাই খাবার পর সে স্বীকার করে যে সে এবং তার বন্ধুরা মিলে চুরি করেছে।
আরও পড়ুনঃ খড়্গপুরে চোরাই লোহা সহ ধৃত ৬
তাকে নিয়ে গ্রামের মধ্যে যেখানে চুরি হয়েছিল সেখানে আনা হয় কিছু দূর থেকে সাইকে সহ চুরির মাল উদ্ধার করা হয়।তখনই চলে আরো গণধোলাই খবর যায় রায়দীঘি থানায়।থানার পুলিশ গণধোলাইয়ের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় অভিযুক্তকে আজ তাকে ডায়মন্ড হারবার কোর্টে তোলা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584