করোনার রোষে বাতিল মুম্বইয়ের সবচেয়ে বড় গণেশ উৎসব

0
77

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মুম্বইয়ের সবচেয়ে বড় গণেশ উৎসব দাদরের সেই লালবাগের পুজোয় এবার থাবা বসালো করোনা। করোনা পরিস্থিতির কারণে এবছর বাতিল মুম্বইয়ের সবচেয়ে বড় গণেশ উৎসব লালবাগের পুজো। ‘লালবাগচা রাজা’ নামে বিখ্যাত সেই গণেশ পুজো। করোনা অতিমারীর আবহে ১১ দিন ব্যাপী চলা সেই গণেশ পুজো বন্ধ করতে চান আয়োজকরা। পরিবর্তে জনসেবায় রক্তদান ও প্লাজমা থেরাপির শিবির গড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Lalbaugcha Raja | newsfront.co
ফাইল চিত্র

মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। প্রতিবছর ভারতের এই পশ্চিমের রাজ্যে ধূমধাম করে গণেশ পুজোর আয়োজন করা হয়। ১১ দিন ধরে চলে সেখানকার বারোয়ারি পুজোগুলি। তবে এই বছরটা অন্যরকম, অভিশপ্ত একটা বছর। তাই ৮৪ বছরের ইতিহাসে প্রথমবার পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন ‘লালবাগচা রাজা’ পুজোর আয়োজকরা।

আরও পড়ুনঃ আক্রান্ত ১২, পুরীতে শুরু হল উল্টো রথযাত্রা

আয়োজকদের কথায়, “এ বছরের পরিস্থিতি বিবেচনা করে গণেশ পুজোর বদলে রক্তদান ও প্লাজমা থেরাপির শিবিরকেই উৎসব হিসেবে আয়োজন করা হবে।” গণেশ উৎসবের সেক্রেটারি সুধীর সালভে বলেন, “এই বছর আমরা কোনও মূর্তি রাখব না, কারণ গণেশ পুজো দেখার জন্য ভক্তরা ভিড় করবেন। করোনা আবহে সেই ঝুঁকি নেওয়া ঠিক হবে না। করোনা পরিস্থিতি সামাল দিতে আমরা মুখ্যমন্ত্রীর আপৎকালীন তহবিলে ২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছি।”

আরও পড়ুনঃ ফের বাড়লো ভুর্তুকিহীন রান্নার গ্যাসের দাম

করোনা সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। এই অবস্থায় সহযোগিতার জন্য সমস্ত উৎসব কমিটিগুলিকে দিন কয়েক আগেই অভিনন্দন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। লালবাগের গণেশ উৎসব প্রসঙ্গে তিনি বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে যে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে মহারাষ্ট্র ক্রমেই ভাল ফল করছে, কিন্তু এখনও সংকট কাটেনি। সকলকেই নিয়ম মেনে চলতেই হবে। তাই এখন কোনওমতেই জমায়েত করা ঠিক নয়। গণেশ পুজো তাই এবছর স্থগিত রাখাই শ্রেয়”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here