জৈদুল সেখ
জীবন্তি, কান্দী, মুর্শিদাবাদ:
জাতির জনক মহাত্মা গান্ধীর ১৮৯ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে জীবন্তি চেতনা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। সকাল আটটার মাল্যদান এবং উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এর পর কবিতা আবৃত্তি প্রতিযোগিতা- কাজী নজরুল ইসলামের “জাতের বজ্জাতি “।
সবচেয়ে বড়ো আকর্ষণ ছিলো বিতর্ক প্রতিযোগিতা ‘প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাস – ফেল চালু রাখা উচিত ‘ এই আলোচনায় উঠে এসেছে বর্তমান হাল খারাপ। একে উন্নত করতে হলে পাশ ফেল অবশ্যই চালু রাখা উচিৎ। যদিও শিক্ষার আইনে এখনো পাস ফেল থেকেই গেছে।
এছাড়া একাঙ্ক নাটকের মাধ্যমে দেখানো হয়েছে অনেক শিক্ষার্থী জানেই না পাস ফেল কী।
বিশিষ্ট শিক্ষক রাহিবুল সেখ, পার্থ হাজরা, আসাদুল্লাহিল গালিব, শান্তি সেখ, কমল সেখ এবং সমাজ সেবী আশিকুল সেখ, হাইদার সেখ, নুর ইমাম সেখ, আলামিন সেখ প্রমুখের বক্তব্যে গান্ধীজির সত্য গ্রহণ নীতি বৃটিশ সরকারের বিরুদ্ধে যে কতো শক্তিশালী ছিলো তা বর্তমান সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করেন।
ছোটোদের জন্য অঙ্কন প্রতিযোগিতা যেমন খুশি সাজা প্রতিযোগিতা, নৃত্য অনুষ্ঠান কে বৈচিত্র দান করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584