আগমনী গানে ঋদ্ধি বন্দোপাধ্যায়

0
352

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

পঞ্চকবির কন্যা ঋদ্ধি বন্দোপাধ্যায় মহালয়ার পুণ্যলগ্নে প্রকাশ করলেন আগমনী গান “গণেশ আমার শুভকারী”।দাশরথী রায়ের কথায়-সুরে গানটি একটি প্রচলিত আগমনী গান।

Singers | newsfront.co

পুজো আসার আমেজ ধরা পড়ল ঋদ্ধি বন্দোপাধ্যায়ের গানে। শিল্পীর সঙ্গে গাইলেন তাঁর ছাত্রীরা, ইন্দ্রাণী বসু, শুভ্রা চৌধুরী, শর্মিলা গুহ, অনুপমা সরকার। সঙ্গীতায়োজনে আবলু চক্রবর্তী।

 

পঞ্চকবির গানের পাশাপাশি ঋদ্ধি পুরাতনী বাংলা গান, বাংলা নাটকের গানও দেশে-বিদেশে পরিবেশন করেন। ঋদ্ধি বন্দোপাধ্যায় এই বিষয়ে জানালেন, “বাংলার পুরনো গান নতুন প্রজন্মের কণ্ঠে ধরা থাক। এই চর্চার জন্য এমন গান প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে। আমাদের পরবর্তী প্রজন্মের এই গান সম্পর্কে জানা প্রয়োজন।”

Agamani Gaan | newsfront.co

ঋদ্ধি আরও বলেন, “আমাদের অ্যাকাডেমি থিয়েটারের আর্কাইভে এমন অনেক গান আছে যা নিয়ে গবেষণামূলক কাজ করা হয়ে থাকে। গান গাওয়ার পাশাপাশি গবেষণার দিকটাও আমরা গুরুত্ব দিই।এতে গানের নেপথ্যে থাকা বহু অজানা তথ্য জানা যায়।”

আরও পড়ুনঃ ‘প্রতিদ্বন্দ্বী’র শুভ মহরৎ সুসম্পন্ন, সেপ্টেম্বরেই শুটিং

Riddhi Bandyopadhyay | newsfront.co

গানটি ঋদ্ধি বন্দোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

 

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here