নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
হিন্দু ধর্মে যে দেবতার পুজো সর্বাগ্রে হয় তিনি হলেন গণপতি বাপ্পা। সব থেকে বেশি বার পূজিত হন তিনি। ব্যবসায়ীরা বিশেষ করে এই গণেশ পুজো করে থাকেন তবে হিন্দু ধর্মের প্রায় প্রতিটি বাড়িতেই গণেশ ঠাকুর রাখা হয়। কথিত আছে গণেশ বিঘ্ন নাশ কারি শিল্প ও জ্ঞানের দেবতা।
কালচিনি ব্লকের বিভিন্ন জায়গায় সোমবার থেকে শুরু হল গণেশ মহাৎসব। প্রতিবারের ন্যায় এবার ও কালচি গণপতি মহাৎসোব কমিটির পক্ষ থেকে থেকে কালচিনি মোদী লাইনে শুরু হল এগারোদিন ব্যাপী গণেশ পুজো।
আরও পড়ুনঃ কৃষক বন্ধু প্রকল্পের চেক বিতরণ
২০০০ সাল থেকে কালচিনি মোদী লাইন এলাকায় চলছে গণেশ পুজো। এখানে প্রতিদিন ভজন কীর্তনের আয়োজিত হয়। এদিকে হাসিমারা গণেশ পূজা কমিটির পক্ষ থেকে সোমবার থেকে হাসিমারাতে শুরু হল গণেশ পুজো এই উপলক্ষে আজ সকালে হাসিমারাতে কলশ শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রায় এলাকার মহিলারা অংশগ্রহণ করে। অপর দিকে দলসিংপাড়াতে আজ থেকে শুরু হল গণেশ পুজো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584