নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
আজ গণেশ চতুর্থী। সারা দেশের সাথে সাথে গজাননের আহ্বানে ব্রতী হয়েছে বাঁকুড়ার মানুষও। বিভিন্ন এলাকায় সিদ্ধিদাতার পুজোয় মাতলো বাঁকুড়ার আট থেকে আশি সকলেই ।গত দুইদিন লকডাউনের মধ্যেই আয়োজনে ব্রতী হয়েছিল বাঁকুড়ার বিভিন্ন গণেশ পুজো কমিটি।
এমনিতেই এবছর করোনার থাবায় স্বল্প আয়োজন করে কোনরকমে পুজো সারছেন বিভিন্ন পুজো উদ্যোক্তারা।বাঁকুড়ার নুনগোলা রোড, নতুনচটি,তাঁমলিবাঁধ,চাঁদমারি ডাঙা, হরেশ্বরমেলা, কলেজ মোড় পুজো কমিটি গণেশ পুজোর আয়োজন করেছে । তবে জেলাজুড়ে অন্যবারের তুলনায় গণেশ পুজোর জৌলুস অনেকটাই কম এবার৷
আরও পড়ুনঃ ফারাক্কা থেকে চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার উদ্ধার মালদহে
প্রশাসনের বিশেষ নজরদারিতে পুজো করার অনুমতি মিলেছে গুটিকতক উদ্যোক্তার। সরকারি নির্দেশিকা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে গণেশ পুজোয় ব্রতী হয়েছেন জেলার মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584